Sunday, January 2, 2022

IND vs SA 2021 - 22 : জোহানেসবার্গে ভারতের কাছে ইতিহাস গড়ার হাতছানি, বিরাট করতে পারে রেকর্ড

প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়ান টেস্টে ঐতিহাসিক জয় দিয়ে সিরিজ শুরু করে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। ভারতীয় বোলারদের আগ্রাসনের ফলে ভারত এই ঐতিহাসিক জয় অর্জন করে। ভারত এই সফরের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু করবে ৩ জানুয়ারি, সোমবার, জোহানেসবার্গে। দক্ষিণ আফ্রিকার এই মাঠ বরাবরই খুব পয়মন্ত ভারতের কাছে। আজ পর্যন্ত ভারত ওয়ান্ডারার্সে একটিও টেস্ট ম্যাচ হারেনি। আর এই ভালো রেকর্ড এর অব্যাহত রাখতে পারলেই ভারত গড়বে ইতিহাস। এই টেস্ট ম্যাচ জিততে পারলেই ভারত প্রথম বারের জন্য দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয় করবে। 

কিন্তু বিরাটদের ইতিহাস গড়ার পথে বাধা সৃষ্টি করতে পারে দক্ষিণ আফ্রিকার আবহাওয়া। প্রথম টেস্টে বৃষ্টির কারণে পুরো একদিনের খেলা হয়নি। ভারত ৪ দিনেই সেই টেস্ট ম্যাচে জয় পায়। দক্ষিণ আফ্রিকার আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, জোহানেসবার্গের আকাশ প্রথম দিনে মেঘলা থাকতে পারে। ম্যাচের দ্বিতীয় দিন থেকেই আবার রয়েছে বৃষ্টির পূর্বাভাস। ম্যাচের চারদিনই হতে পারে বৃষ্টি। সেক্ষেত্রে এই ম্যাচে জিতে ভারতের সিরিজ জয়ে বাধা সৃষ্টি হবে। 

আবার জোহানেসবার্গের মাঠে ক্যাপ্টেন বিরাট কোহলি (২ টি টেস্টে ৩১০ রান) ও চেতেশ্বর পুজারার (২২৯ রান) রেকর্ড খুব ভালো। এই মাঠে ৫ টি ম্যাচে, ভারত জিতেছে ২ টি ম্যাচ, ড্র করেছে ৩ টি ম্যাচে। 

নিউজিল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান জন রিড জোহানেসবার্গ এর মাঠে ২ টি ম্যাচে করেছেন ৩১৬ রান। বিদেশি ব্যাটসম্যান হিসেবে এটিই এখানের সর্বোচ্চ রান। বিরাট এই মাঠে ২ টি ম্যাচে করেছেন ৩১০ রান। জন রিড এর থেকে বিরাট পিছিয়ে রয়েছেন ৬ রানে। বিরাট এই ম্যাচে ৭ রান করে ফেললেই বিদেশি ব্যাটসম্যান হিসেবে এই মাঠে সর্বোচ্চ রানের অধিকারী হয়ে যাবে। 

ভারতের বর্তমান হেড কোচ তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড় এর রেকর্ডও ভাঙতে পারে বিরাট এই ম্যাচে। দ্রাবিড় দক্ষিণ আফ্রিকার মাটিতে ৬২৪ রান করেছিলেন ১১ টি টেস্ট ম্যাচে। অন্যদিকে বিরাট দক্ষিণ আফ্রিকার মাটিতে ৬ টি টেস্ট খেলে ৬১১ রান করেছেন এখনও পর্যন্ত। তাই এই ম্যাচে বিরাট যদি আর ১৪ রান সংগ্রহ করে ফেলে তাহলেই দ্রাবিড় এর এই রেকর্ড ভেঙে দেবেন ক্যাপ্টেন বিরাট কোহলি। 

ক্যাপ্টেন হিসেবে স্টিভ ওয় মোট ৪১ টি টেস্ট ম্যাচ জিতেছিলেন। অন্যদিকে ক্যাপ্টেন বিরাট কোহলি ৬৭ টি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করে জিতেছেন ৪০ টি টেস্ট ম্যাচ। তাই জোহানেসবার্গের টেস্ট জিতলেই বিরাট স্টিভ ওয় - র এই রেকর্ডটিকে ছুঁয়ে ফেলবেন। এখন এটাই দেখার বিরাট ও ভারতের স্বপ্নের জয়ে বৃষ্টি বাধা সৃষ্টি করে কি না। 

No comments:

Post a Comment

Adbox