Breaking

Thursday, September 16, 2021

এবারের পুজোয় সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে বেলুড় মঠ

এবারের পুজোয় সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে বেলুড় মঠ  

প্রদীপ কুমার সাঁতরা , হাওড়া :-  এবারের পুজোয় সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে বেলুড় মঠ। করোনা মহামারীর কথা মাথায় রেখেই বেলুড় মঠ কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে বেলুড় মঠে প্রতি বছরের মতো এবারও নিয়ম মেনে পূজিত হবেন দেবী দুর্গা। অষ্টমীতে প্রথা অনুযায়ী হবে কুমারী পুজাও। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কেবলমাত্র ভক্ত ও দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হবে মঠের দরজা। তবে সর্বসাধারণের জন্য সশরীরে প্রবেশে বাধা থাকলেও, দুর্গা পূজার সবই ভার্চুয়ালি দেখতে পারবেন তারা। বেলুড় মঠের ওয়েবসাইটে ও ইউটিউবে দেখা যাবে পুজো। মহালয়ার দিনও ভক্তদের জন্য বন্ধ থাকবে মঠ। আগামী ৯ অক্টোবর, চতুর্থীর দিন থেকে ১৬ অক্টোবর, একাদশীর দিন পর্যন্ত ভক্তদের প্রবেশে নিষেধ থাকবে। জানা গেছে, ছট পুজোতে ও ভক্তদের জন্য বন্ধ থাকবে বেলুড় মঠ। সম্ভবত, বেলুড় মঠে কালী পুজোতেও ভক্ত সমাগমে নিষেধ থাকবে। মঠে ভক্তদের প্রবেশের সময়সীমাতে আনা হয়েছে কিছু পরিবর্তন। আগামী, ২২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ভক্তরা সকাল ৮ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন। বিকেলের সময়, ৪ টে থেকে ৫.১৫ মিনিট পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে মঠের দরজা। আগামী, ১ অক্টোবর থেকে সকালের সময় মঠে প্রবেশের সময় একই থাকবে। কিন্তু বিকেলের সময় ৩.৩০ মিনিট থেকে বিকেল ৫ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে বেলুড় মঠ। এছাড়াও, মঠের মূল গেটে প্রবেশের সময় দেখাতে হবে করোনা টিকার দুটি ডোজ নেওয়ার সার্টিফিকেট। করোনা টিকা নেওয়া না থাকলে, সর্বোচ্চ ৭২ ঘণ্টা আগের করানো, আরটি - পিসিআর নেগেটিভ রিপোর্ট দর্শনার্থীদের দেখাতে হবে।  

1 comment:

Adbox