ওয়েব ডেস্ক :- ডিসেম্বর মাসের শেষ হতে চলেছে। কিন্তু তাও উধাও শীতের আমেজ। এই মাসেই মাঝে মধ্যেই চালাতে হচ্ছে ফ্যানও। রাজ্যবাসী বেজায় বিরক্ত এইরকম আবহাওয়া নিয়ে।
তবে আলিপুর আবহাওয়া দফতর এর মাঝেই শোনাল আশার কথা। বুধবার থেকেই বঙ্গ আবারও শীতে কাঁপবে। এমনকী বৃষ্টিও পর্যন্ত হতে পারে।
আলিপুর হাওয়া অফিস মঙ্গলবার জানিয়েছে, আজকের তাপমাত্রা ৫০ বছরের মধ্যে রেকর্ড তাপমাত্রা। উষ্ণ ডিসেম্বর এত উষ্ণ তাপমাত্রা গত ৫০ বছরে কলকাতায় হয়নি। রাজ্যে বৃষ্টির পূর্বভাস রয়েছে, আগামী ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি।
No comments:
Post a Comment