ডেস্ক রিপোর্ট, হাওড়া, আমার কলম :- গোটা বিশ্ব জুড়ে রবিবার নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয় ২৫ শে ডিসেম্বর। এই দিনে পরমপিতা প্রভু যীশু পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। এই ২৫ শে ডিসেম্বর উপলক্ষে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়।
আর সেই বড়দিনের দিন গ্রামীণ হাওড়ার বাউড়িয়াতে নানান অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়। আর তারই অঙ্গ হিসাবে রবিবার গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার বৌউলখালীতে " নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া"-র উদ্যোগে অনুষ্ঠিত হয় এক সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠান প্রভু যীশুর প্রার্থনার মধ্যে দিয়ে শুভ সূচনা করা হয়।
'নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া'-র ন্যাশনাল ডিরেক্টর বিশিষ্ট সমাজসেবী "ডডি সুদর্শন মূর্তি"র (MR. DODDY SUDARSAN MURTY, National Director of North pointe community India) উদ্যোগে ও তত্ত্বাবধানে সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ওনার নিমন্ত্রণেই উপস্থিত হয়েছেন সমস্ত বিশিষ্ট অতিথি বর্গরা। রবিবার ওনার নিমন্ত্রণে বিশিষ্ট অতিথি বর্গদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আলাদা মাত্রা পায়।
আর বড়দিন উপলক্ষে আয়োজিত সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার। উপস্থিত ছিলেন এসডিপিও উলুবেড়িয়া সহ অন্যান্য আধিকারিকরা। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডেভিড রাও, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপ্না সেন, সি.পি.ডি.আর. ইন্ডিয়ার রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট তপন ভট্টাচার্য, সমাজসেবী বেনু কুমার সেন, সমাজসেবী দিলীপ মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
'নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া'-র উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অথিতি বৃন্দকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন উদ্যোক্তারা। অতিথিদের বক্তব্যের পরেই অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে নৃত্য, গান সহ একাধিক অনুষ্ঠান পরিবেশন করে স্থানীয় পড়ুয়ারা। এই অনুষ্ঠানে এক সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। আর এদিনের এই অনুষ্ঠানে বাউড়িয়া নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার প্রাঙ্গনে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এলকারা সাধারণ মানুষ বড়দিনের বিশেষ দিনে এইরকম এক সাংস্কৃতিক সন্ধ্যা উপহার হিসাবে পেয়ে খুবই খুশি।
No comments:
Post a Comment