Breaking

Tuesday, April 2, 2024

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

মালদা : অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে মালদহের বামনগোলা ব্লকে পাকুয়াহাট এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। মঙ্গলবার সকাল থেকে বামনগোলা থানার, পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বামনগোলা থানার পুলিশ অফিসারের সাথে কেন্দ্র বাহিনীর জওয়ানদের রুটম মার্চ মাধ্যমে টহলদারির দিতে দেখা গিয়েছে। 

কেন্দ্র বাহিনী রুট মার্চ করার সময় বিভিন্ন এলাকার মানুষকে প্রশাসনের তরফ থেকে আগামী ভোট নিয়ে কোন সমস্যা না হয়। সেই দিকে নজর রেখেই চলছে রুট মার্চ। 

এলাকাবাসী নির্বাচন নিয়ে কোন সমস্যা হছে কি না তা নিয়ে প্রশাসনের তরফে কেন্দ্র বাহিনীকে সাথে নিয়ে কথা বলা হছে কোন সমস্যা আছে কিনা সেই সব বিষয়ে জানা হয়। 

No comments:

Post a Comment

Adbox