Breaking

Thursday, May 4, 2023

মালদার প্রশাসনিক বৈঠক থেকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি :- মালদার প্রশাসনিক বৈঠক থেকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের অর্থ বঞ্চনা থাকা সত্ত্বেও মালদা এবং মুর্শিদাবাদের গঙ্গা ভাঙনে হাজার কোটি টাকা খরচা করা হয়েছে জানালেন মুখ্যমন্ত্রী। রাস্তাঘাট, আবাস যোজনা থেকে শুরু করে সমস্ত ধরনের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র। তারপরও আমরা মালদা এবং মুর্শিদাবাদের গঙ্গা ভাঙ্গনের জন্য হাজার কোটি টাকা খরচ করেছি। তবে আমরা চাই দুই জেলার গঙ্গা ভাঙনের একটি স্থায়ী সমাধান। তার পাশাপাশি মালদার প্রশাসনিক সভায় এনআরসি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

বৃহস্পতিবার মালদা কলেজ অডিটোরিয়ামে প্রশাসনিক সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম, পার্থ ভৌমিক, সাবিনা ইয়াসমিন সহ মালদা ও মুর্শিদাবাদের জেলাশাসক সহ সর্বস্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তিনজন মৃত পরিবারদের হাতে নিয়োগ পত্র তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহ অডিটোরিয়াম থেকে তাঁর সরকারের একাধিক উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি ফের একবার এনআরসি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। 

সেখানে মুখ্যমন্ত্রী বলেন, 'এনআরসি নিয়ে আবার কিন্তু চিঠি পাঠিয়েছে। সরাসরি এনআরসির নাম বলা হয়নি। নির্বাচন সামনে এলেই এইসব মনে পড়ে। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা এনআরসি করব না। এনআরসি করতেও দেব না।' 

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'পাঠানো চিঠিতে পরিষ্কার লেখা আছে যাঁদের আধার কার্ড, প্যান কার্ড, মাথা-মুণ্ডু কার্ড না থাকবে, তাদেরকে বিদেশি হিসেবে ঘোষণা করা হবে। মানে যাতে তাঁদের ডিটেনশন ক্যাম্পে রেখে তাড়িয়ে দেওয়া যায়। ঠিক যেমনটা অসমে হয়েছিল। ওটা নিয়ে নিশ্চিন্তে থাকুন, আমি দেখে নেব। তবে ভোটার লিস্টে নিজেদের নাম অবশ্যই তুলবেন। ১০ বছর পর আধার কার্ড নতুন করে করতে বলছে। সেটা যখন শুরু হবে তবে করে নেবেন। 

মালদার প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী আরও বলেন, 'ভোট দেওয়া নাগরিক অধিকার। যাতে বলতে না পারে যে ভোট না দেওয়ার কারণে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এরা সব কিছুই করতে পারে। কোনও বিশ্বাস নেই এঁদের উপর। তাই ভোটার লিস্টে নাম তোলার অনুরোধ করলাম।'

No comments:

Post a Comment

Adbox