Breaking

Wednesday, May 3, 2023

বন্দুক বাজের ঘটনার পর নিরাপত্তার দাবি তুলে সোচ্চার শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি :- পুরাতন মালদার মুচিয়ায় বন্দুক বাজের ঘটনার পর নিরাপত্তার দাবি তুলে সোচ্চার হলেন শিক্ষকরা। মঙ্গলবার মালদা শহরের অতুল চন্দ্র মার্কেট এলাকায় অবস্থিত শিক্ষা ভবনে জমায়েত হয়ে শিক্ষকদের পক্ষ থেকে কর্তৃপক্ষের হাতে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয়।

পুরাতন মালদার মুচিয়া এলাকায় একটি বিদ্যালয়ে বন্দুক বাজের ঘটনার পর আতঙ্কিত বিভিন্ন স্কুলের শিক্ষকরা। প্রতিটি স্কুল এবং মাদ্রাসায় নিরাপত্তা রক্ষীর দাবি চেয়ে শিক্ষা ভবনে ডি আই মাধ্যমিকের হাতে একটি স্মারক লিপি তুলে দিল পশ্চিমবঙ্গ এডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স এন্ড হেডমিস্ট্রের্স সংগঠনের সদস্যরা।

গত ২৬ এপ্রিল পুরাতন মালদার মুচিয়া এলাকায় চন্দ্র মোহন উচ্চ বিদ্যালয়ে আগ্নেয়াস্ত্র হাতে এক ব্যক্তি ঢুকে পড়েছিলেন ক্লাসরুমে। আতঙ্ক ছড়িয়ে ছিল গোটা স্কুল জুড়ে। এই ঘটনার পর আতঙ্কিত জেলার বিভিন্ন স্কুল। বিদ্যালয় গুলিতে নিরাপত্তা চেয়ে ডিআই মাধ্যমিক সুজিত সামন্তর হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের জেলা কমিটির সদস্যরা।

No comments:

Post a Comment

Adbox