পণ্ডিত মদনমোহন মালব্য দ্বারা ১৯১৫ সালে হরিদ্বারে 'অখিল ভারত হিন্দু মহাসভা' প্রতিষ্ঠিত হয় এবং তারপর থেকেই সনাতনী হিন্দুদের মৌলিক অধিকার, সংস্কৃতি, ঐতিহ্য রক্ষায় সদা তৎপর। সম্প্রতি ভারতবর্ষের ১১ টি রাজ্যে অখিল ভারত হিন্দু মহাসভা তাদের কার্যকরী কমিটি তৈরির মাধ্যমে অনেক নতুন মুখ নিয়ে এসেছে। এদের মধ্যে যেমন পুরুষ সদস্য আছেন সেইরকম অগুনিত মহিলা সদস্যাও মহিলা মোর্চায় যোগদান করেছেন।
শ্রী যশবন্ত সিং এই অনুষ্ঠানে বলেন যে, পরবর্তী সময়েও অখিল ভারত হিন্দু মহাসভা তাদের লক্ষ্যে অটল থেকে সারা ভারত তথা গোটা বিশ্বে সনাতনী হিন্দুদের স্বার্থ ও অধিকার রক্ষা করতে লড়াই চালাবে।


No comments:
Post a Comment