Breaking

Monday, May 8, 2023

অখিল ভারত হিন্দু মহাসভা দিলো সনাতনী হিন্দু ঐক্যের ডাক

নিজস্ব প্রতিনিধি :- সম্প্রতি দক্ষিণ কলকাতায় 'অখিল ভারত হিন্দু মহাসভা'র পশ্চিমবঙ্গ শাখার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। উক্ত অনুষ্ঠানে পৌরহিত্য করেন অখিল ভারত হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গের নবনিযুক্ত অধ্যক্ষ মাননীয় শ্রী জয়দীপ দত্ত মহাশয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখিল ভারত হিন্দু মহাসভার প্রথম সারির নেতৃবৃন্দ শ্রী তন্ময় অধিকারী, শ্রী দশরথ মণ্ডল প্রমুখ। প্রধান অতিথি হিসেবে অখিল ভারত হিন্দু মহাসভার রাষ্ট্রীয় সংগঠন মন্ত্রী মাননীয় শ্রী যশবন্ত সিং মহাশয় উপস্থিত ছিলেন। 

পণ্ডিত মদনমোহন মালব্য দ্বারা ১৯১৫ সালে হরিদ্বারে 'অখিল ভারত হিন্দু মহাসভা' প্রতিষ্ঠিত হয় এবং তারপর থেকেই সনাতনী হিন্দুদের মৌলিক অধিকার, সংস্কৃতি, ঐতিহ্য রক্ষায় সদা তৎপর। সম্প্রতি ভারতবর্ষের ১১ টি রাজ্যে অখিল ভারত হিন্দু মহাসভা তাদের কার্যকরী কমিটি তৈরির মাধ্যমে অনেক নতুন মুখ নিয়ে এসেছে। এদের মধ্যে যেমন পুরুষ সদস্য আছেন সেইরকম অগুনিত মহিলা সদস্যাও মহিলা মোর্চায় যোগদান করেছেন।

শ্রী যশবন্ত সিং এই অনুষ্ঠানে বলেন যে, পরবর্তী সময়েও অখিল ভারত হিন্দু মহাসভা তাদের লক্ষ্যে অটল থেকে সারা ভারত তথা গোটা বিশ্বে সনাতনী হিন্দুদের স্বার্থ ও অধিকার রক্ষা করতে লড়াই চালাবে। 

No comments:

Post a Comment

Adbox