Breaking

Friday, December 10, 2021

সি.পি. ডি.আর. ইন্ডিয়ার উদ্যোগে বাউড়িয়াতে পালিত হল আন্তর্জাতিক মানবাধিকার দিবস

প্রদীপ কুমার সাঁতরা, বাউড়িয়া :-  আজ, ১০ই ডিসেম্বর, আন্তর্জাতিক মানবাধিকার দিবস। আর সেই উপলক্ষে সারা দেশের পাশাপাশি সারা রাজ্য জুড়ে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। গ্রামীণ হাওড়ার বাউড়িয়াতেও সি.পি. ডি.আর. ইন্ডিয়ার উদ্যোগে পালিত হয় আজকের দিনটি। বাউড়িয়ার সুরশ্রী সিনেমা হল এর সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
আর আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উড়িষ্যা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শ্রী সুশান্ত চ্যাটার্জী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক পীযূষ নাগ। উপস্থিত ছিলেন সি.পি. ডি.আর. ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি দিবাকর গাঙ্গুলী। উপস্থিত ছিলেন এই সংগঠনের অন্যান্য বিশিষ্ট সদস্যগণ। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউরিয়ার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী ও তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম সদস্য ডেভিড রাও। এদিন বিশিষ্ট সমাজসেবী ডেভিড রাও একটি মিছিল সহযোগে অনুষ্ঠানে উপস্থিত হন। 
আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উড়িষ্যা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শ্রী সুশান্ত চ্যাটার্জী তার বক্তৃতায় বলেন, প্রকৃত মানুষ হয়ে ওঠার শিক্ষাই হলো প্রকৃত শিক্ষা। এছাড়া বর্ষীয়ান এই প্রাক্তন বিচারপতি তার জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা বলেন। এছাড়াও এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক পীযূষ নাগ। এই অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীরা নৃত্য পরিবেশন ও কবিতা পাঠ করেন। এছাডাও এই অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

No comments:

Post a Comment

Adbox