Breaking

Friday, December 10, 2021

IND vs SA : সাউথ আফ্রিকা সফরের জন্য ভারতীয় দল ঘোষণা, বাদ গেলেন কিছু স্টার প্লেয়ার

প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম :- দেশের মাটিতে নিউজিল্যান্ডের সাথে সিরিজ জয়ের পর ভারতীয় ক্রিকেট দল এবার দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে। সেখানে ভারত তিনটি টেস্ট ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। টেস্ট ম্যাচে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বিরাট কোহলি। অন্যদিকে ওয়ানডে - তে ভারতের অধিনায়কত্বের দায়িত্ব বিরাট এর থেকে সরিয়ে রোহিত শর্মার হাতে তুলে দেওয়া হয়েছে। ২৬ শে ডিসেম্বর বক্সিং ডে থেকেই শুরু হবে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। 

**এবার এক নজরে দেখে নেওয়া যাক ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি --

তিন ম্যাচের টেস্ট সিরিজ --
------------------------------------
১) প্রথম টেস্ট (২৬-৩০ ডিসেম্বর) - সেঞ্চুরিয়ন। 
২) দ্বিতীয় টেস্ট (৩-৭ জানুয়ারি) - জোহানেসবার্গ। 
৩) তৃতীয় টেস্ট (১১-১৫ জানুয়ারি) - কেপটাউন। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ --
----------------------------------------
১) প্রথম ওয়ানডে (১৯ জানুয়ারি) - পার্ল। 
২) দ্বিতীয় ওয়ানডে (২১ জানুয়ারি) - পার্ল। 
৩) তৃতীয় ওয়ানডে (২৩ জানুয়ারি) - কেপটাউন। 

বিসিসিআই এই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বুধবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে। আর এই সফরে চোটের কারণে ভারতের একাধিক স্টার প্লেয়ার বাদ পড়েছেন। তবে এই সিরিজে আবারো একবার সুযোগ দেওয়া হয়েছে অজিঙ্কা রাহানেকে। তিনি অনেক দিন ধরেই খারাপ ফর্মে রয়েছেন। চোটের কারণে রবীন্দ্র জাডেজা, আকসার প্যাটেল, শুভমান গিল ও রাহুল চাহার এর দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া হচ্ছে না। 


ভারতীয় দল (টেস্ট সিরিজের জন্য)
---------------------------------------
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), কে এল রাহুল, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, মায়াঙ্ক আগারওয়াল, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (উইকেট কিপার), ঋদ্ধিমান সাহা (উইকেট কিপার), হনুমা বিহারী, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, উমেশ যাদব, ইশান শর্মা, রবীচন্দ্রন অশ্বিন, জয়ন্ত যাদব, মোহাম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর। 

স্ট্যান্ড - বাই : 
------------------
নবদ্বীপ সাইনি, সৌরভ কুমার, আরজান নাগওয়াসওয়ালা ও দীপাক চাহার। 

No comments:

Post a Comment

Adbox