প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম :- টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বিরাট কোহলি ঘোষণা করেছিলেন যে তিনি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছাড়বেন বিশ্বকাপের পর। ভারতীয় ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খুবই হতাশাজনক পারফরম্যান্স করে। আর তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরোয়া সিরিজে টি-টোয়েন্টি ফরম্যাটে রোহিত শর্মার ওপর অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়। ক্যাপ্টেন রোহিত ও কোচ রাহুলের যুগলবন্দীতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ভারত। বিরাটের অধিনায়কত্বে টেস্ট সিরিজেও ভারত ১-০ তে জয়লাভ করে।
কিন্তু বিদেশের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব বিরাট কোহলির হাতে থাকলেও ওয়ানডে ফরম্যাট এর দায়িত্ব কেড়ে দেওয়া হয়েছে বিরাট কোহলির কাছ থেকে। ওয়ানডে ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব থেকে কেন বিরাট কোহলিকে সরানো হল সে বিষয়ে স্পষ্ট জানিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী। সৌরভ জানান, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ড ও নির্বাচকদের যৌথ উদ্যোগে। টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাটে দুজন আলাদা অধিনায়ক থাকবে এই ব্যাপারে কেউই একমত হতে পারেনি। আর সেই কারণেই ওয়ানডে ফরম্যাট থেকে অধিনায়কত্বের দায়িত্ব সরিয়ে রোহিত শর্মার হাতে তুলে দেওয়া হলো। ফলে এবার থেকে সাদা বলের ক্রিকেটে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে হিটম্যান রোহিত শর্মাকে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই ভারতের ওয়ানডে ফরম্যাটের দায়িত্ব নিতে চলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই ক্যাপ্টেন। পাশাপাশি রোহিতকে টেস্ট ক্রিকেটেও সহ-অধিনায়ক করা হয়েছে।
রোহিতের সহযোগী হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে কে এল রাহুলকে সহ-অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। আর এবার তিনিই হবেন ওয়ানডে ফরম্যাটে ভারতের সহ-অধিনায়ক। তবে এই সহ-অধিনায়কত্বের দৌড়ে উইকেট-কিপার ঋষভ পন্ত এরও নাম ছিল। তবে তার থেকে এগিয়ে রয়েছেন কে এল রাহুল। সম্ভবত আসন্ন বিশ্বকাপকে মাথায় রেখেই অধিনায়কত্বে এই রদবদল আনা হয়েছে।
No comments:
Post a Comment