স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত স্বামী টুবাই মন্ডল (৩৫), ভিন রাজ্যে কাজ করেন। স্ত্রীর সঙ্গে গত কয়েক মাস ধরে টুবাইয়ের ঝামেলা চলছিল। সম্প্রতি টুবাই ভিন রাজ্য থেকে বাড়িতে ফেরে। এই সময় টুবাইয়ের স্ত্রী নির্মলা মন্ডল বাবার বাড়িতে ছিলেন। টুবাই স্ত্রীকে বাবার বাড়ি থেকে ফিরিয়ে আনতে যান।
অভিযোগ, নির্মলা দেবী আসতে রাজি না হওয়ায় টুবাই কুরুল দিয়ে স্ত্রী সহ পরিবারের লোকজনদের উপর আঘাত করেন। ঘটনাস্থলে মৃত্যু হয় লক্ষ্মী মন্ডলের (১৪)। গুরুতর আহত অবস্থায় মেডিকেলে আনা হয় দীপ্তি সিংহ মন্ডলকে (২৪)। চিকিৎসকরা দীপ্তি মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে মালদা মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নির্মলা দেবী।


No comments:
Post a Comment