Breaking

Sunday, April 30, 2023

ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির উদ্যোগে একাধিক উন্নয়নমূলক কাজের শিলান্যাস

নিজস্ব প্রতিনিধি :- ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির উদ্যোগে একাধিক উন্নয়নমূলক কাজের শিলান্যাস করা হল। রবিবার সকালে ইংলিশবাজার ব্লকের অন্তর্গত মহদিপুর অঞ্চলের মহদিপুর এলাকায় এই একাধিক উন্নয়নমূলক কাজের শিলান্যাস করেন ইংলিশবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ। 

প্রায় ২৯ লক্ষ টাকা ব্যয়ে এলাকা বাসীদের স্বার্থে একাধিক উন্নয়নমূলক কাজের শিলান্যাস। ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির উদ্যোগে রাস্তা, ড্রেন থেকে শুরু করে জলাধার এবং শৌচালয় তৈরীর কাজের সূচনা করা হল। 

জানা যায়, রবিবার সকালে ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর লেবার ইউনিয়নের কাছে একটি জলাধার, ঐতিহাসিক গৌড়ের রামকেলি এলাকায় আরো একটি পানীয় জলাধার এবং মহদিপুর অঞ্চলের একাধিক এলাকায় রাস্তা, ড্রেন এবং শৌচালয় তৈরীর শিলান্যাস করা হয় এদিন। উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ, মহদীপুর অঞ্চল তৃণমূল সভাপতি প্রশান্ত ঘোষ সহ অন্যান্যরা।

No comments:

Post a Comment

Adbox