Breaking

Thursday, April 4, 2024

বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী নিখোঁজ ? পোস্টার ঘিরে শোরগোল !

মালদা : ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী নিখোঁজ। নিখোঁজ ও সন্ধান চাই এমনই পোস্টার ঘিরে শোরগোল মালদায়। 

আজ সকালে মালদা শহরের ফোয়ারা মোড় সহ একাধিক জায়গায় শ্রীরুপা মিত্র চৌধুরী নিখোঁজ এই পোস্টার সামনে আসে। সেখানে ইংলিশ বাজারের বিজেপি বিধায়ক তথা দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী শ্রীরুপা মিত্র চৌধুরীর ছবি দিয়ে বড় বড় অক্ষরে লেখা রয়েছে MLA কে দেখেছেন ? 

কোন সহৃদয়বান ব্যক্তি সন্ধান পাইলে মালদার জনগণের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে কোথা থেকে এল তা এখনো জানা যায়নি। 

No comments:

Post a Comment

Adbox