নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া :- বাঙালির প্রাণের উৎসব, শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গোৎসব। আর গত বছর বাংলার দুর্গোৎসব ইউনেস্কো-র বিচারে বিশ্বের "কালচারাল হেরিটেজ" এর তকমা পাওয়ায় পুজোর আনন্দ বহু গুণ বাড়িয়ে দিয়েছে।
আর প্রতি বছর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে কলকাতার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হয়। কিন্তু গত বছর বাংলার দুর্গোৎসব ইউনেস্কোর কালচারাল হেরিটেজ এর স্বীকৃতি পাওয়ায় কলকাতার পাশাপাশি রাজ্যের সমস্ত জেলাতেও দুর্গাপুজোর কার্নিভাল করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। জেলাগুলিতে ২৬ শে অক্টোবর, বৃহস্পতিবার, দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হয়।
আর তারই অঙ্গ হিসাবে, বৃহস্পতিবার, গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে এবং হাওড়া গ্রামীণ জেলা প্রশাসনের সহযোগিতায় দ্বিতীয় বারের জন্য দুর্গাপূজার কার্নিভাল অনুষ্ঠিত হল উলুবেড়িয়ায়।
এই দুর্গাপূজার কার্নিভালে অংশগ্রহণ করে মোট ১৬ টি দূর্গা পূজা কমিটি। এই দুর্গাপূজার কার্নিভাল উলুবেড়িয়া পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উলুবেড়িয়া মহকুমা শাসকের কার্যালয় পর্যন্ত অনুষ্ঠিত হয়।
এই দুর্গাপূজার কার্নিভালে অংশগ্রহণ করে উলুবেড়িয়ার "উলুবেড়িয়া নোনা অ্যাথলেটিক ক্লাব"।
' উলুবেড়িয়া নোনা অ্যাথলেটিক ক্লাব ' এর দুর্গোৎসব হলো সম্পূর্ণ রূপে মহিলা পরিচালিত দুর্গোৎসব। আর এটাই উলুবেড়িয়ার বুকে প্রথম মহিলা পরিচালিত দুর্গোৎসব। আর এবারে তাদের পুজোর ভাবনা ছিল "মৃত্তিকার সাজে মৃন্ময়ী "।
আর এই কার্নিভালে অংশগ্রহণ করে নোনা অ্যাথলেটিক ক্লাব দুর্দান্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয় উলুবেড়িয়ার বাসিন্দাদের।
এই দুর্গাপূজার কার্নিভাল দেখার জন্য উলুবেড়িয়ায় পথে মানুষের জন জোয়ার ছিল চোখে পড়ার মতো।
No comments:
Post a Comment