Breaking

Saturday, October 28, 2023

জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হয় পুজো কার্নিভাল

নিজস্ব প্রতিনিধি, মালদা :- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হয় পুজো কার্নিভাল। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন ও বেলুন উড়িয়ে পুজো কার্নিভাল শুভ উদ্বোধন করেন রাজ্য সভার সাংসদ মৌসুম বেনজির নূর, রাজ্যের দুই প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা শাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, বিধায়ক আব্দুর রহিম বক্সি, সমর মুখার্জি ও বিধায়িকা সাবিত্রী মিত্র ও চন্দনা সরকার দুই পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী ও কার্তিক ঘোষ সহ প্রশাসনিক আধিকারিকরা। 

জেলার ২৫ টিরও বেশি পুজো কমিটি এবারের কার্নিভালে অংশ নেয়। শহরের সুকান্ত মোড় থেকে রথবাড়ি মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে এই বিশেষ বিসর্জন শোভাযাত্রার আয়োজন করা হয়। জেলা প্রশাসন, পুলিশ ও পৌরসভা কার্নিভালের আয়োজন করে। কার্নিভাল উপলক্ষে পুরনো ৩৪ নম্বর জাতীয় সড়কের একটি লেনকে রঙিন আলপনা দিয়ে সাজিয়ে তোলা হয়। অন্য একটি লেনে তৈরি হয় কার্নিভাল মঞ্চ। প্রথমে পুলিশ ব্যান্ড তারপর ঢাকির দল থেকে বিভিন্ন পুজো কমিটি বর্ণাঢ্য শোভাযাত্রা সংগঠিত করে এবারের কার্নিভালে। 

রাজ্যের বিভিন্ন জেলার লোকসংস্কৃতিকে বিভিন্ন উদ্যোক্তারা তাঁদের নিজস্ব পরিকল্পনায় মালদহ কার্নিভালে সামিল করেন। কার্নিভালে অংশগ্রহণকারী সেরা তিনটি ক্লাবকে প্রশাসনের তরফে পুরস্কৃত করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী আরও কয়েকটি ক্লাবকে দেওয়া হয় বিশেষ পুরস্কার। কার্নিভাল দেখতে প্রচুর দর্শক ভিড় করেন। 

No comments:

Post a Comment

Adbox