ডেস্ক রিপোর্ট :- তৃণমূল সরকারের লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে বামেদের বিক্ষোভ। মঙ্গলবার বিকালে গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার ফোর্ট গ্লাস্টার মোড়ে বামেরা "চোর ধরো, জেল ভরো" কর্মসূচি করে।
বামেরা মূলত, তৃণমূল সরকারের লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে এবং গরিব মেধাবী চাকরি প্রার্থীদের অবিলম্বে চাকরির দাবিতে DYFI উলুবেড়িয়া পৌর উত্তর লোকাল কমিটির উদ্যোগে এদিন বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় ও কুশ পুত্তলিকা দাহ করা হয়।
এদিনের এই বিক্ষোভ প্রতিবাদ সভা থেকে বাম নেতৃত্বরা বিভিন্ন ইস্যুতে তৃণমূল ও বিজেপির সমালোচনা করেন।


No comments:
Post a Comment