Breaking

Saturday, October 28, 2023

নিম্নমানের সামগ্রী বন্টনের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভে শামিল হলেন রেশন দোকানের গ্রাহকরা

নিজস্ব প্রতিনিধি, মালদা :- নিম্নমানের সামগ্রী বন্টনের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভে শামিল হলেন রেশন দোকানের গ্রাহকরা। রেশন ডিলারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন মালদার মানিকচক ব্লকের মধুপুর গ্রামের বাসিন্দারা।পরিস্থিতি খারাপ দেখে রেশন বন্টন ছেড়ে চম্পট দেই ডিলার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মধুপুর এলাকা জুড়ে। পড়ে এলাকার জন প্রতিনিধিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

মানিকচকের লাল বাতান এর গ্রামের রেশন ডিলার চিন্ময় আচার্য। তার দোকানের মাধ্যমে মধুপুর গ্রামে বাসিন্দারা রেশন পান। শুক্রবার মধুপুর গ্রামের দুয়ারে রেশনের মাধ্যমে রেশন বন্টন করা হচ্ছিল। গ্রাহকদের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের চাল বন্টন করছিল এই রেশন ডিলার। চালে পোকা ধরে যাওয়ায় খাবার অযোগ্য। ওই চাল খেলে অসুস্থ হতে হবে মানুষকে। এই পরিস্থিতিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রাহকরা। 

এমত অবস্থায় গ্রাহকদের আরো অভিযোগ, প্রতিনিয়ত রেশন সামগ্রীতে কারচুপি করছেন এই রেশন ডিলার। আর এই সমস্ত অভিযোগ কে কেন্দ্র করে বিক্ষোভে শামিল হল গ্রামবাসীরা। উত্তেজনা ছড়িয়ে পড়তেই রেশন বন্টন ছেড়ে চম্পট দেন রেশন ডিলার চিন্ময় আচার্য। প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক এবং সঠিক রেশন সামগ্রী বন্টন করুক দাবি গ্রাহকদের।

এ প্রসঙ্গে মালদা জেলা যুব তৃণমূলের সহ-সভাপতি তথা মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য ইমরান হাসান জানান, কোনরকম খারাপ সামগ্রী বন্টন করা ঠিক নয়। সরকারি যা নির্দেশ রয়েছে সেই পরিমাণে সঠিক সামগ্রী গ্রামবাসীদের বন্টন করা হোক তার জন্য প্রশাসনকে তিনি বিষয়টি জানাবেন। এদিকে রেশন ডিলার চিন্ময় আচার্যের দাবি, বস্তার ভিতর চাল খারাপ রয়েছে তা জানা ছিল না। খারাপ চল বেরিয়ে নই ভালো চাল আনার ব্যবস্থা করা হয়েছে এবং গ্রামবাসীদের ভালো চাল দেওয়া হবে। 

No comments:

Post a Comment

Adbox