Breaking

Friday, April 12, 2024

পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে চাকু মেরে এক যুবককে খুনের চেষ্টা

মালদা : কাজ করে বাড়ি ফেরার পথে পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে চাকু মেরে এক যুবককে খুনের চেষ্টা অভিযোগ। বৃহস্পতিবার রাত্রে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ী মোড় এলাকায়। জানা গেছে ছুড়িকা হত ওই যুবকের নাম সামিউল শেখ। বাড়ি ইংলিশবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনি এলাকায়। রথবাড়ি এলাকায় একটি গ্যারেজের দোকানে কাজ করে সে। 

প্রতিদিনের মতো গতকাল রাত আনুমানিক এগারোটা নাগাদ কাজ করে বাড়ি ফিরছিল ওই যুবক। অভিযোগ ঠিক সেই সময় কয়েকজন এসে তার পথ আটকে তার পেটে এলোপাথাড়ি ছুরি মারে। এরপরই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ওই যুবক। পরে স্থানীয়রা ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। 

আজ অর্থাৎ শুক্রবার ওই যুবকের অস্ত্র প্রচার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে কে বা কারা তাকে ছুরি মেরে খুনের চেষ্টা করেছিল তা এখনো জানা যায়নি। কি কারনে এই হামলা তাও জানা যায়নি। এদিকে রথ বাড়ি পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার পুলিশ। 


No comments:

Post a Comment

Adbox