ডেস্ক রিপোর্ট, হাওড়া, আমার কলম :- ২৫ শে ডিসেম্বর, রবিবার, বড়দিনের দিন গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার বোউলখালিতে 'নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া 'র উদ্যোগে এক সপ্তাহ ব্যাপী অনুষ্ঠান এর সূচনা করা হয়েছে। আর এই সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানের অঙ্গ হিসাবে বুধবার (28 December, 2022) বাউড়িয়ার 'নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া'র প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক আলোচনা সভা। সমগ্র রাজ্যের পাশাপাশি দেশ জুড়ে বেড়ে চলেছে সাইবার ক্রাইম। বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষার কথা মাথায় রেখেই নারী পাচার ও শিশু পাচারের মতো বিষয় নিয়ে আলোচনা হয় এদিনের এই সচেতনতামূলক আলোচনা সভায়।
আর বুধবার অনুষ্ঠিত হওয়া এই সামাজিক সচেতনতামূলক আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন "শ্রী বিদিত মন্ডল" (Mr. Bidit Mondal, DSP, West Bengal Police Directorate, Nabanna)। পাশাপাশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওড়ার ডোমেস্টিক প্রোটেকশন অফিসার "সুপর্ণা চক্রবর্তী" (Suparna Chakraborty, Domestic Protection Officer, Howrah)। উপস্থিত ছিলেন দিল্লীর 'শক্তি বাহিনী'-র সদস্য ঋষি কান্ত (Rishi Kant, Sakti Bahini, Delhi)।
এছাড়াও উপস্থিত ছিলেন বাউড়িয়া থানার ভারপ্রাপ্ত ওসি শুভাশীষ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন সি.পি.ডি.আর. ইন্ডিয়ার রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট তপন ভট্টাচার্য। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডেভিড রাও সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
'নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া' -র 'ন্যাশনাল ডিরেক্টর' বিশিষ্ট সমাজসেবী "ডডি সুদর্শন মূর্তি"র (MR. DODDY SUDARSAN MURTY, National Director of North Pointe Community India) উদ্যোগে ও তত্ত্বাবধানে সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজসেবী "ডডি সুদর্শন মূর্তি"র বিভিন্ন জনকল্যাণ মূলক কাজের জন্য ওনাকে একটি পত্রিকা থেকে সম্বর্ধনা দেওয়া হয় এদিন।
এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথিরা সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা দেয়। আর এই সম্পর্কে বিদিত মন্ডল বলেন, সাইবার অপরাধ থেকে বাঁচতে সব সময় দুবার করে ভেরিফিকেশন করুন। পাশাপাশি তিনি আরো বলেন সোশ্যাল মিডিয়ায় ঝট করে বিদেশি কোন বন্ধুর সাথে বন্ধুত্ব গড়ে তোলা থেকে বিরত থাকুন। পাশাপাশি ঝট করে নিজের তথ্য অপরের সাথে শেয়ার না করাই শ্রেয়। তাই সাইবার অপরাধ থেকে বাঁচতে নিজেকেও সতর্ক থাকা উচিত।
এছাড়াও এদিনের এই সচেতনতামূলক আলোচনা সভার পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন। এই রকম এক আলোচনা সভা নিজেদের এলাকায় হওয়ায় খুবই খুশি এলাকার স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বিশিষ্ট অতিথিদের কাছ থেকে সাইবার ক্রাইম বিষয়ে নানান তথ্য জানতে পেরে তারা খুবই উপকৃত ও সমৃদ্ধ।
No comments:
Post a Comment