Breaking

Thursday, September 16, 2021

অবশেষে প্রকাশ্যে এলো নুসরাত পুত্রের পিতার নাম

অবশেষে প্রকাশ্যে এলো নুসরাত পুত্রের পিতার নাম  

বিনোদন ডেস্ক, আমার কলম :-  অনেক জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলো নুসরাত জাহান এর পুত্রের পিতার নাম। ঘটনার সূত্রপাত তখন হয়, যখন জনপ্রিয় টলিউড অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরাত জাহান জানান যে, তিনি নিখিল জৈনের সাথে বিবাহ করেননি, বরং তিনি তার সাথে লিভ ইনে ছিলেন। অন্যদিকে, নিখিল জৈন দাবি করেন, সন্তানসম্ভবা নুসরাত জাহান এর সন্তানের পিতা তিনি নন। এরপর কয়েক দিন আগে নুসরাতের কোল আলো করে জন্ম নেয় এক পুত্র সন্তান। এই পুত্র সন্তানের নাম রাখা হয় ঈশান। 
তারপর থেকেই জল্পনা শুরু হয় নুসরাত পুত্র ঈশান এর পিতা কে? অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে জানা গেছে, ইশান এর পিতা হলেন অভিনেতা যশ। কলকাতা পুরসভার, ঈশানের বার্থ সার্টিফিকেটে পিতার নামের জায়গায় নাম রয়েছে দেবাশীষ দাশগুপ্ত। আসলে অভিনেতা যশ এর ভালো নাম হল দেবাশীষ দাশগুপ্ত। মায়ের নাম রয়েছে নুসরাত জাহান। সন্তানের নাম দেওয়া রয়েছে ঈশান জে দাশগুপ্ত।

No comments:

Post a Comment

Adbox