নিজস্ব প্রতিনিধি, হাওড়া, আমার কলম :- ৩ ফেব্রুয়ারী, শুক্রবার, গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার দিপুর মাঠে প্রশাসনের বিশেষ উদ্যোগ ডিজে বক্স বাজানো বন্ধ নিয়ে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা। এই আলোচনা সভায় হাওড়া সিটি লাইট এন্ড সাউন্ড ওয়েলফেয়র অ্যাসোসিয়েশন এর পক্ষে থেকে হাওড়া জেলার বাউড়িয়া থানার অন্তর্গত যারা লাইটিং ও সাউন্ড ব্যাবসায়ী আছেন, তাদেরকে হাওড়া সিটি লাইট এন্ড সাউন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্লক অনুযায়ী যে সংগঠন আছে তাতে অন্তর্ভুক্ত হবার জন্য প্রস্তুতি নেওয়া হয়।
বাউড়িয়া থানার অন্তর্গত একটা সমস্যা হচ্ছিলো ডিজে বক্স এর সাউন্ড নিয়ে, সেটা যাতে কন্ট্রোলে আসে, তারই জন্য আজকের এই বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাওড়া সিটি লাইট এন্ড সাউন্ড ওয়েলফেয়ার এর যে জেলা সংগঠন আছে তার শাখা সংগঠন হিসাবেই যুক্ত করা হবে বাউড়িয়া সাউন্ড অনার ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন কে। এই সভাই হল বাউড়িয়া সাউন্ড অনার ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন এর প্রথম বৈঠক।
এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাউড়িয়া থানার ভারপ্রাপ্ত ওসি শুভাশীষ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন প্রাণকৃষ্ণ দাস। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পৌরমাতা স্বপ্না সেন, সমাজসেবী বেনু সেন। উপস্থিত ছিলেন হাওড়া জেলার লাইট এন্ড সাউন্ডের সভাপতি দেবাশীষ কোলে।
উপস্থিত ছিলেন হাওড়া জেলার লাইট এন্ড সাউন্ডের কোষাদক্ষ্য দেব সরকার। নদীয়া জেলার লাইট এন্ড সাউন্ডের সম্পাদক বাপি ঘোষ। উপস্থিত ছিলেন বাউড়িয়া লাইট এন্ড সাউন্ডের পক্ষে থেকে বাপ্পা দত্ত, সন্দীপ ঘোষ, তপন থানদার ও চিরঞ্জিত দাস সহ অন্যান্য লাইট এন্ড সাউন্ডের সদস্যরা।
No comments:
Post a Comment