Breaking

Thursday, April 3, 2025

পাঁচলায় সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির নিদর্শন গড়লো ঐতিহ্যবাহী লাচ্ছা-সিমুই উৎসব ২০২৫

নিজস্ব সংবাদদাতা, আমার কলম :- ২ রা এপ্রিল, হাওড়ার, পাঁচলার, গাববেড়িয়া, ধুলোর বাঁধে, চাইল্ড হুড কেজি স্কুলে, সারা ভারত জরি শিল্পী কল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো, "লাচ্ছা-সিমুই উৎসব ২০২৫"। এবছর এই লাচ্ছা-সিমুই উৎসব চতুর্থ বর্ষে পদার্পণ করলো। 

সারা ভারত জরি শিল্পী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সম্পাদক মুজিবুর রহমান মল্লিক এই লাচ্ছা-সিমুই উৎসব প্রসঙ্গে ‌দাবি করে বলেন, আম উৎসব, ইলিশ উৎসব, পিঠে পুলি উৎসব, নবান্ন উৎসব বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হলেও, এটাই সম্ভবত প্রথম লাচ্ছা-সিমুই উৎসব। 

এই লাচ্ছা-সিমুই উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজ্যের বিভিন্ন স্তরের প্রশাসনিক আধিকারিকবৃন্দ, লেখক - সাহিত্যিক - কবি, বাচিক শিল্পী, সংগীত শিল্পী, নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা, শিক্ষক সহ আরো অনেকে। উপস্থিত ছিলেন হিন্দু -মুসলিম - খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাষ্ট্র সেবা দল এর আধিকারিক সহ সদস্য - সদস্যা সহ কর্মী - সমর্থকবৃন্দ। উপস্থিত ছিলেন সারা ভারত জরি শিল্পী কল্যাণ সমিতির সদস্যরা। 

এই বছর এই লাচ্ছা-সিমুই উৎসবে বিভিন্ন রকমের লাচ্ছা-সিমুই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। প্রদশর্নীতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ২৩ জন তাদের নিজেদের হাতে তৈরি লাচ্ছা-সিমুই প্রদশর্ন করেন এবং উপস্থিত অতিথি অভ্যাগতদের এবং দর্শকদের প্রত্যেককে তা খাওয়ার জন্য পরিবেশন করেন। এই লাচ্ছা -সিমুই উৎসবে হিন্দু - মুসলিম - খ্রিস্টান সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে দিলো এই উৎসবের সফলতা।      

এই উৎসবের মূল উদ্যোক্তা সারা ভারত জরি শিল্পী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সম্পাদক মুজিবুর রহমান মল্লিক বলেন, "সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে পবিত্র ঈদ মিলন উপলক্ষে লাচ্ছা-সিমুই উৎসব ২০২২ সাল থেকে সারা ভারত জরি শিল্পী কল্যাণ সমিতি সূচনা করেছে। ঈদের পর বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংস্কৃতির মিলন উৎসব। এই উৎসবে বিভিন্ন ধরনের লাচ্ছা-সিমুই রন্ধন করা হয় এবং সমবেত অতিথি, বন্ধু - বান্ধব, বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের মধ্যে ভাগ করে খাওয়া হয়। এর সাথে চলতে থাকে বাংলা সংস্কৃতি অঙ্গনে নাচ, গান, কবিতা আবৃত্তি সহ একাধিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 

No comments:

Post a Comment

Adbox