Breaking

Thursday, March 27, 2025

উলুবেড়িয়ায় পানীয় জলের পাইপ ফেটে বিপত্তি, জল কষ্টে একাধিক ওয়ার্ডের বাসিন্দারা

নিজস্ব সংবাদদাতা, আমার কলম:- পানীয় জলের পাইপ ফেটে বিপত্তি উলুবেড়িয়ায়। গ্রীষ্মের দিনেও বুধবার চরম জল কষ্টে ভুগলো উলুবেড়িয়া পৌরসভার একাধিক ওয়ার্ডের বাসিন্দারা। তবে উলুবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের গাড়ি পাঠিয়ে নাগরিকদের জল কষ্ট মেটাতে এগিয়ে এসেছে উলুবেড়িয়া পৌরসভা।

জানা গেছে, মঙ্গলবার বিকালে আচমকা গরুহাঁটার কাছে পৌরসভার পানীয় জলের পাইপ লাইন ফেটে বেরোতে থাকে পানীয় জল। এদিকে ঘটনার পরেই পাইপলাইন মেরামতির কাজে হাত দেয় পৌরসভার ইঞ্জিনিয়াররা। এদিকে সমস্যার সমাধান না হওয়া বুধবার সকাল থেকে চরম জল কষ্টয় ভুগতে থাকে উলুবেড়িয়া পৌরসভার বাসিন্দারা 

এদিকে ফেটে যাওয়া পাইপ লাইনের কাজ মেরামতির জন্য বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস সহ অন্যান্যরা। এদিকে পানীয় জলের সমস্যা দ্রুত সমাধান করা হবে বলে জানান উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস। 

No comments:

Post a Comment

Adbox