নিজস্ব প্রতিনিধি, হুগলী, আমার কলম :- ২ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার, হুগলীর শ্রীরামপুরের দিল্লি রোডের কাছে পিয়ারাপুরে গনেশ স্টীল নামিত লোহার আসবাব তৈরির কারখানায় বৃহস্পতিবার, আনুমানিক সকাল ১০ টার সময়ে কেঁপে ওঠে বিস্ফোরণে। শ্রমিকরা ওয়েল্ডিং -এ কর্মরত অবস্থায় থাকায় বিস্ফোরণ ঘটে। কারখানায় লোহার ছাঁট মাল দিয়ে লোহার আসবাব তৈরির কাজ করা হয়। কারখানায় প্রচুর লোহার ছাঁট মাল মজুত ছিল। বিস্ফোরণের ঘটনায় ২ জন মারা যান এবং ৪ জন আহত হন। মৃতরা হলেন গুইরাম দলুই ও পঙ্কজ দাস।
আহত সকলকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত শ্রমিকদের মধ্যে গুরুতর আহতদের কলকাতায় স্থানান্তরিত করা হয়। বিস্ফোরণের পর কারখানার শ্রমিকরা মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে আসে শ্রীরামপুর থানার পুলিশ, চাঁপদানীর বিধায়ক তথা হুগলী শ্রীরামপুর তৃনমূল কংগ্রেস সভাপতি অরিন্দম গুইন, পেয়ারাপুরের মহিলা তৃনমূল কংগ্রেসের সভাপতি মনি সামুই সহ আরও অন্যান্য স্থানীয় নেতৃত্বরা।
বিধায়ক অরিন্দম গুইন বলেন, কারখানায় ঠিকমতো, সব নিয়ম-কানুন মেনে কাজ হয় কিনা, তা পুলিশ প্রশাসনের খতিয়ে দেখা অবশ্যই দরকার। এবং তিনি আরও দাবী জানান যে, কারখানা কতৃপক্ষকে নিহত ও আহত শ্রমিকগন উপযুক্ত ক্ষতিপূরনে ব্যবস্থা করতে হবে। অন্যদিকে কারখানা কতৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন এবং ওনারা আরও জানান যে, নিহত ও আহত শ্রমিকগনের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরনের ব্যবস্থা করবেন।
No comments:
Post a Comment