নিজস্ব প্রতিনিধি, হাওড়া, আমার কলম :- ৩১ শে জানুয়ারী, মঙ্গলবার, গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার পূর্ব বুড়িখালী, বেনেখালী, নব নির্মিত শ্মশান শিব - কালী মন্দিরের ত্রয়োদশ বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। পূর্ব বুড়িখালী বেনেখালী শ্মশান শিব - কালী মন্দির উন্নয়ন সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই ত্রয়োদশ তম বাৎসরিক অনুষ্ঠান। এই বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে কিছু ধর্মীয় রীতি নীতি মেনে করা হয়ে থাকে।
এই বাৎসরিক অনুষ্ঠানের আগের দিন অর্থাৎ সোমবার মন্দির সন্নিহিত অঞ্চলের গ্রামবাসীরা সকলেই সারাদিন ব্যাপী নিরামিষ আহার গ্রহণ করে থাকে। এই বেনেখালী শ্মশান কালী মন্দিরের বাৎসরিক পূজার দিন অর্থাৎ ৩১ শে জানুয়ারী, মঙ্গলবার, সকালে ৮ টা নাগাদ গ্রামবাসী ও ভক্ত বৃন্দ দ্বারা আনিত গঙ্গা জলে মন্ত্র উচ্চারণে বিশেষ শিব স্নান করা হয়। তারপর বেলা ১০ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত অতি নিষ্ঠা ও ভক্তিভরে দেবীর বিশেষ চণ্ডীপাঠ , বেদ পাঠ, নারায়ণ পূজা, তুলসী দান ও শিব পূজা অনুষ্ঠিত হয়।
এরপর দুপুর ১ টা নাগাদ অনুষ্ঠিত হয় বাৎসরিক পূজা উপলক্ষে বিশেষ হোম যজ্ঞ। এরপর দুপুর ২ টো থেকে ৩ টে পর্যন্ত অনুষ্ঠিত হয় দেবীর ও শিব মন্দিরের আরতি ও ভোগ নিবেদন। এরপর পূজান্তে বিকেল ৫ টার পর অনুষ্ঠিত হয় এলাকার সকল বাসিদাদের জন্য এবং সকল আগত ভক্ত বৃন্দের জন্য বিশেষ ভোগ প্রসাদ বিতরণ করা হয়। এরপর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় দেবীর বিশেষ সন্ধ্যা আরতি। দেবীর সন্ধ্যা আরতির পর অনুষ্ঠিত হয় ভক্তি গীতি।
মন্দিরের এই বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডেভিড রাও। উপস্থিত ছিলেন এই মন্দিরের কার্যনির্বাহী কমিটির সভাপতি অমর ঘোষ, সম্পাদক অপূর্ব ঘোষ, সহ সম্পাদক স্বপন ঘোষ, ছিলেন সুজিত ঘোষ। উপস্থিত ছিলেন ২০২৩ সালের শুভ বাৎসরিক উৎসব পরিচালন কমিটির সভাপতি দিলীপ দাস সহ এই মন্দিরের সকল সদস্য বৃন্দ।
এদিন উলুবেড়িয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বেনেখালী দুর্গা এস. এইজ. জি - র পক্ষ থেকে দুঃস্থদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এদিনে মন্দিরের বাৎসরিক পূজা অনুষ্ঠান উপলক্ষে মন্দিরে পূজা দিতে ভিড় জমান বহু ভক্তরা।
No comments:
Post a Comment