ওয়েব ডেস্ক :- আরও একটা বিশ্বকাপ জয় ভারতের! শেফালিরা জয় করলেন আপামোর ভারতীয়দের হৃদয়। অনূর্ধ্ব-১৯ মহিলাদের টি-২০ বিশ্বকাপে, ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে, অনূর্ধ্ব-১৯ মহিলাদের টি-২০ বিশ্বকাপ জয় করেছে ভারত।
ফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে, মাত্র ৬৮ রানে বেঁধে ফেলে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর তারপর ব্যাট হাতেও ৩৬ বল বাকি থাকতেই জয়ের জন্য ৬৯ রান তুলে নেয় শেফালি ব্রিগেড।
শ্বেতা সেহরাওয়াত হয়েছেন বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরার। পর্শবী চোপড়া হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারি। এই ঐতিহাসিক জয়ের পর গোটা দেশ গর্বের সঙ্গে বলেছে, 'হামারি ছোড়িয়া, ছোড়ো সে কম হ্যায় কে।'


No comments:
Post a Comment