মালদা :- এই প্রথম মালদা জেলায় মহিলাদের আন্তঃরাজ্য সাব জুনিয়ার ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। ২ সেপ্টেম্বর, সোমবার, থেকে শুরু হবে এই ফুটবল প্রতিযোগিতা। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। মালদা ডিএসএ'র মাঠে ২ সেপ্টেম্বর সোমবার সকাল নয়টায় আন্তঃরাজ্য সাব জুনিয়র মহিলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
তার আগে শুক্রবার দুপুরে মালদা প্রেস কর্নারে এক সাংবাদিক বৈঠক করেন ডিএসএ-এর সেক্রেটারী কৃষ্ণেন্দু চৌধুরী, সংস্থার কার্যকরি সদস্য দুলাল সরকার, দেবব্রত সাহা, কাউন্সিলর গৌতম দাস সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।
এদিনের এই সাংবাদিক বৈঠকে মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন , মালদা ডিএসএ মাঠে ৭টি রাজ্যের ফুটবল প্রতিযোগীরা অংশগ্রহণ করবে। বাকি সাতটি রাজ্যের প্রতিযোগীরা খেলবে বহরমপুরে। মালদায় মেঘালয়, গুজরাট , বিহার , কর্ণাটক, মহারাষ্ট্র, পাঞ্জাব এবং ঝাড়খন্ড রাজ্যের মহিলা ফুটবল প্রতিযোগিতা অংশ নিবেন।
প্রতি দিনের খেলা অনুষ্ঠিত হবে প্রথম পর্যায়ে সকাল নয়টায় এবং দ্বিতীয় পর্যায়ে দুপুর তিনটায় । এই ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য কোনরকম প্রবেশপত্র থাকছে না। সাধারণ ক্রীড়া প্রেমীদের এই ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য আহ্বান জানিয়েছে মালদা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।
No comments:
Post a Comment