Breaking

Monday, March 14, 2022

খুন করা হলো ভারতের এই বিখ্যাত খেলোয়াড়কে

ডেস্ক রিপোর্ট :- ভারতের আন্তর্জাতিক কবাডি খেলোয়াড় সন্দীপ নানগাল আম্বিয়ানের মৃত্যু হলো দুষ্কৃতীদের গুলিতে। পঞ্জাবের জলন্ধরের মালিয়ান গ্রামে একটি কবাডি ম্যাচ চলছিল। আর সেই ম্যাচ চলাকালীনই গুলি করা হয় তাঁকে। 

জানা গিয়েছে, দুষ্কৃতীরা ১০ রাউন্ড গুলি চালায় সন্দীপের বুক ও মাথাকে লক্ষ্য করে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, প্রায় ১২ জন দুষ্কৃতীরা সন্দীপের উপর হামলা চালায়। 

No comments:

Post a Comment

Adbox