প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : দক্ষিণ আফ্রিকার সফরে চোটের কারণে দলে ছিলেন না ভারতের সীমিত ওভারের অধিনায়ক রোহিত শর্মা। ফলে দক্ষিণ আফ্রিকায় দলকে নেতৃত্ব দেন কে এল রাহুল। কিন্তু সেই সিরিজে ভারতকে হোয়াইট ওয়াশ করে সিরিজ জয় করে দক্ষিণ আফ্রিকা।
রোহিত শর্মা হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে দক্ষিণ আফ্রিকার সফর থেকে ছিটকে যান। বেঙ্গালুরুর এনসিএ - তে তার রিহ্যাব চলছিল। রোহিত সেখানে ফিটনেস টেস্টে পাস করে দলের দায়িত্বে ফিরছেন। চলতি বছরের ০৬ ফেব্রুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরোয়া সিরিজে মাঠে নামতে চলেছে ভারতীয় দল। এই সিরিজে ভারত ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই।
এবার এক নজরে দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘোষিত ভারতীয় দল।
ভারতের ওডিআই স্কোয়াড (৩ টি ম্যাচ - ০৬ ফেব্রুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১১ ফেব্রুয়ারি)
রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলী, ঋতুরাজ গায়কোয়াড়, শিখর ধাওয়ান, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, দীপক হুডা, ঋষভ পান্ত (উইকেট-রক্ষক), দীপাক চাহার, শার্দুল ঠাকুর, যুজুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিশ্নই, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান।
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড (৩ টি ম্যাচ - ১৬ ফেব্রুয়ারি, ১৮ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি)
রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলী, ঈশান কিষান, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেট-রক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, দীপাক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিশ্নই, আকসার প্যাটেল, যুজুবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হার্শাল প্যাটেল।
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ঘরোয়া সিরিজে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরা ও মোহাম্মদ সামিকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে দলের সহ-অধিনায়ক লোকেশ রাহুল, দ্বিতীয় ওডিআই থেকে দলের সঙ্গে যুক্ত হবেন। ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে সুস্থ নন। তাই তিনি এই দলে নেই।
No comments:
Post a Comment