Breaking

Friday, January 28, 2022

Agnimitra Paul : বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল প্রচারে দেখালেন রাজনৈতিক শিষ্টাচার

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : আসানসোল পুরসভার ৫৬ নাম্বার ওয়ার্ডের বানপুর আট নাম্বার বস্তি এলাকায় স্থানীয় বিজেপি প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে এসেছিলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল । প্রচারে বেড়িয়ে বিধায়িকা দেখতে পান , রাস্তায় ঘুরে বেড়ানো একটি সারমেয়র এর গায়ে তৃনমুলের পতাকা । এটা দেখার পর প্রচার থামিয়ে সেই মুহূর্তে সারমেয়র এর সামনে যান বিধায়িকা, তার পরে সারমেয়র  টিকে আদর করেন তিনি, তার পরে সারমেয়র এর   গা থেকে  তৃনমুলের পতাকাটি খুলে দেন । সারমেয়র  এর গা থেকে খুলে নেওয়া পতাকাটি একটি বাড়ির চালের উপর সেফ জায়গায় রেখে দেন তিনি । 
ঘটনার পর তার বক্তব্য ফুটে উঠে রাজনৈতিক শিষ্টাচার এর কথা। এদিন এই প্রসঙ্গে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল জানান, আমার দলের পতাকা আমার কাছে পূজনীয়। কারণ যে কোনো রাজনৈতিক দলের পতাকা তাদের কর্মীদের কাছে সম্মানের। আমি সেই শিক্ষাই পেয়েছি বিজেপি করতে গিয়ে। আমাদের সেই শিষ্টাচার রয়েছে। তৃণমূল আমাদের বিরোধী হলেও যখন দেখি যে, একটি সারমেয়র এর গায়ে তৃণমূলের পতাকা রয়েছে তখন আমার সেটা দেখে খুব খারাপ লাগে। হয়তো কোনো বাচ্চা ছেলেরা এটা না বুঝেই করেছে। তাই আমি তৃণমূলের পতাকা টি সারমেয়র এর গা থেকে খুলে দিয়ে একটি বাড়ির মাথায় রেখে দি। কিন্তু আমার সব থেকে যেটা খারাপ লাগছে সেটা হল তৃণমূল কর্মীরা এটি দেখেও কেউ পতাকাটি খোলেনি। এতে এটাই প্রমাণ হয় যে এই দলের কর্মীদের নীতি-আদর্শ বলে কিছু নেই তারা তাদের নিজেদের দলীয় পতাকা কেউ সম্মান করে না। তৃণমূল আমাদের বিরোধী হলেও তাদের যে কোনো রাজনৈতিক দলের পতাকা তাদের কাছে সম্মানের হওয়া উচিত। 

এই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ৭৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অশোক রুদ্র ঘটনার দায়ভার চাপিয়েছেন বিজেপির দিকে।তার বক্তব্য সেই দলের লোকেরাই এই ঘটনাটি ঘটিয়েছে। তৃণমূলকে এভাবে ছোটো করা যায়না। 

No comments:

Post a Comment

Adbox