Breaking

Monday, January 24, 2022

IND vs SA 2021-22, 3rd ODI : দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজে ভারতকে হোয়াইট ওয়াশ করলো

প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : রবিবার কেপ টাউনে ভারত - দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়। ভারত সিরিজের প্রথম দুটি ম্যাচে পরাজিত হয়ে সিরিজ হাতছাড়া করেছে। শেষ ম্যাচে ভারত সম্মান রক্ষার জন্য মাঠে নেমেছিল। ভারতীয় দল চেয়েছিল শেষ ম্যাচে জিতে হোয়াইট ওয়াশ এড়াতে। কিন্তু তা আর হলো কই। সিরিজের শেষ ম্যাচেও দক্ষিণ আফ্রিকার কাছে হার হলো ভারতের। তিন ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ৩-০ তে জিতে ভারতকে হোয়াইট ওয়াশ করলো। 
রবিবার ভারত টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে একটা লড়াকু লক্ষমাত্রা স্কোর বোর্ডে তুলে দেয়। দক্ষিণ আফ্রিকা তাদের নির্ধারিত ওভারের থেকে ১ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায়। দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে প্রথমে ব্যাট করে ১০ উইকেটের বিনিময়ে ২৮৭ রান করে। ওপেনার জানেমান মালান (১ রান), ক্যাপ্টেন টেম্বা বাভূমা (৮ রান) ও এইডেন মার্করাম (১৫ রান) তাড়াতাড়ি আউট হয়ে যায়। এরপর ক্রিজে ব্যাট করতে আসেন রাশি ভ্যান ডার দুসেন। 
ওপেনার কুইন্টন ডি কক ও দুসেন মিলে দক্ষিণ আফ্রিকার ইনিংস এগিয়ে নিয়ে যান। এই দুই প্রোটিয়া ব্যাটসম্যান মিলে চতুর্থ উইকেটের পার্টনারশিপ হিসেবে ১৪৪ রান সংগ্রহ করেন। কুইন্টন ডি কক এই ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেন। ডি - কক, ১৩০ বলে ১২৪ রানের একটি ইনিংস খেলেন। তিনি তার এই শতরানের ইনিংসে ১২ টি চার ও ২ টি ছক্কা হাঁকান। অন্যদিকে রাশি ভ্যান ডার দুসেনও ভালো ব্যাট করেন এই ইনিংসে। দুসেন ৫৯ বলে ৪ টি চার ও ১ টি ছয়ের সাহায্যে ৫২ রানের একটি ইনিংস খেলেন। ডেভিড মিলার ৩৯ রান ও ডুয়েন প্রিটোরিয়াস ২০ রানের ইনিংস খেলেন। 

এই ম্যাচে ভারতীয় বোলাররা উইকেট নিলেও দক্ষিণ আফ্রিকার রানের গতিকে রুখতে পারেনি। দীপক চাহার ২ টি, জাসপ্রিত বুমরা ২ টি, প্রশিদ্ধ কৃষ্ণা ৩ টি ও যুজবেন্দ্র চাহাল ১ টি উইকেট নেয়। 
জবাবে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। ইনিংসের পঞ্চম ওভারে দলের রান যখন ১৮, তখন ক্যাপ্টেন কে এল রাহুল ব্যাক্তিগত ৯ রানের মাথায় লুঙ্গি নাগীডির শিকার হয়ে ড্রেসিং রুমে ফিরে যান। এরপর ক্রিজে ব্যাট করতে আসেন বিরাট কোহলী। এরপর ওপেনার শিখর ধাওয়ান ও বিরাট কোহলী মিলে ভারতীয় ইনিংস এগিয়ে নিয়ে যান। এই দুই ব্যাটসম্যান দ্বিতীয় উইকেটের পার্টনারশিপ হিসেবে ৯৮ রান সংগ্রহ করেন। ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান এই ম্যাচে ৭৩ বলে ৬১ রানের একটি ইনিংস খেলেন। ধাওয়ান তার এই অর্ধ - শতরানের ইনিংসে ৫ টি চার ও ১ টি ছক্কা মারেন। অন্যদিকে বিরাট কোহলীও তার অর্ধ - শতরান পূর্ণ করেন। বিরাট ৮৪ বলে ৫ টি চারের সাহায্যে ৬৫ রানের একটি ইনিংস খেলেন। ঋষভ পন্থ ০ রানে আউট হয়ে যায়। শ্রেয়াস আইয়ার ২৬ রান ও সূর্যকুমার যাদব ৩৯ রানের ইনিংস খেলে পাভিলিয়নে ফেরেন। এরপর দীপক চাহার এর ব্যাটিং ভারতের মনে আশার আলো জাগিয়েছিল। দীপক একা হাতে ঝোড়ো ব্যাটিং করে ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিল। কিন্তু দীপক ভারতের পক্ষে ম্যাচ শেষ করার আগেই আউট হয়ে যান। দীপক এই ইনিংসে ১৫৮.৮২ স্ট্রাইক রেট নিয়ে ৩৪ বল খেলে ৫৪ রানের ইনিংস খেলে আউট হয়ে যায়। দীপক তার এই অর্ধ - শতরানের ইনিংসে ৫ টি চার ও ২ টি ছক্কা হাঁকান। দীপক আউট হওয়ার পর জাসপ্রিত বুমরা চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন। ভারত ৪৯.২ ওভার ব্যাট করে ২৮৩ রানই করতে পারে (অলআউট)। মাত্র ৪ রানে ভারতকে এই ম্যাচে পরাজয় মেনে নিতে হয়। 
দক্ষিণ আফ্রিকার বোলাররা এই ম্যাচে সঠিক সময়ে সঠিক উইকেট নিয়ে শেষ পর্যন্ত জয় এনে দেয়। লুঙ্গি নাগীডি ৩ টি, প্রিটোরিয়াস ২ টি, মাগালা ১ টি, কেশব মহারাজ ১ টি লুকওয়েও ৩ টি উইকেট নেন। 

দক্ষিণ আফ্রিকা এই একদিনের সিরিজের তিনটি ম্যাচেই ভারতকে পরাজিত করে ৩-০ তে সিরিজ জয় করে। দুর্দান্ত ব্যাটিং এর জন্য কুইন্টন ডি কক ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। পুরো সিরিজে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স এর জন্য "ম্যান অব দ্যা সিরিজ" নির্বাচিত হয়েছেন 'কুইন্টন ডি কক'। 
ম্যাচের স্কোর কার্ড - 
দক্ষিণ আফ্রিকা - ২৮৭/১০ (৪৯.৫ ওভার) 
ভারত - ২৮৩/১০ (৪৯.২ ওভার) 

দক্ষিণ আফ্রিকা ৪ রানে জয়ী। 


No comments:

Post a Comment

Adbox