রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী যথা যোগ্য মর্যাদায় পালন পশ্চিম বর্ধমানে। প্রণাম নিবেদনে আসানসোল মহকুমা শাসক অভিজ্ঞান পাঁজা।
সারা দেশের পাশাপাশি সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে নেতাজীর জন্মবার্ষিকী। আর তারই অঙ্গ হিসাবে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলেও পালিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী দিবস। মূলত পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এর উদ্যোগে আয়োজিত হয় এদিনের অনুষ্ঠান। রবিবার সরকারি ভাবে আদালত চত্বরে আসানসোল মহকুমা শাসকের অফিস প্রাঙ্গণে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালিত হয়।এদিন এই উপলক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন আসানসোলের মহকুমা শাসক অভিজ্ঞান পাঞ্জা সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। এই জন্মজয়ন্তীর মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা নিবেদনও করা হয়েছে।
No comments:
Post a Comment