ডেস্ক রিপোর্ট : আজ ২৩ শে জানুয়ারি। আজকের দিনেই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন ভারতের বীর মুক্তিযোদ্ধা নেতাজী সুভাষচন্দ্র বসু। এবছর নেতাজীর জন্মবার্ষিকী ১২৫ তম বর্ষে পদার্পণ করলো। সারা দেশের পাশাপাশি সারা রাজ্য জুড়ে আজকের দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে।
আর তারই অঙ্গ হিসাবে ভারতের বীর মুক্তিযোদ্ধা নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালিত হলো গ্রামীণ হাওড়ার বাউড়িয়ায়। এদিন উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডের বোউলখালীতে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিবসের অনুষ্ঠান হয়। মূলত "স্পোর্টিং লাইভ" নামের ক্যারাটে ও জিমনাস্টিক স্কুলের উদ্যোগে আয়োজিত হয় আজকের এই অনুষ্ঠান।
এই "স্পোর্টিং লাইভ" স্কুলটি গ্রামীণ হাওড়ার বিশিষ্ট সমাজসেবী ডেভিড রাও ও শ্যামা আদক এর তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। এই স্কুল মূলত দুঃস্থ ও নিতান্তই গরীব অসহায় পরিবারের ছেলে মেয়েদের সম্পূর্ণ বিনামূল্যে ক্যারাটে ও জিমনাস্টিক প্রশিক্ষণ দিয়ে থাকে। আর এদিন নেতাজীর জন্মবার্ষিকী অনুষ্ঠানে ক্যারাটে ও জিমনাস্টিক প্রদর্শন করে এই স্কুলের ছাত্রছাত্রীরা।
আর এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত ব্যানার্জী। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক দীপক জানা, আকিল আদক। উপস্থিত ছিলেন গ্রামীণ হাওড়ার বিশিষ্ট সমাজসেবী ডেভিড রাও সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন প্রথমে নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানের উদ্যোক্তারা উপস্থিত অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন।
ডেভিড রাও এদিন জানান, প্রত্যেক বছরের মতো এবছর আমরা দেশের বীর মুক্তিযোদ্ধা নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করলাম। স্পোর্টিং লাইভে প্রশিক্ষণ নেওয়া ছাত্র ছাত্রীরা আজকের অনুষ্ঠানে ক্যারাটে ও জিমনাস্টিক কৌশল প্রদর্শন করলো। করোনা প্রটোকলের জন্য আমরা এবারের অনুষ্ঠানটি অল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে সম্পন্ন করলাম।
No comments:
Post a Comment