রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে আসানসোলের গির্জা মোড়ে বিজেপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। রবিবার আসানসোল জেলা বিজেপির উদ্যোগে এই বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে। এই শোভাযাত্রায় আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এদিন গির্জা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে জিটি রোড হয়ে আসানসোল সিটি বাস স্ট্যান্ডের সামনে গিয়ে শেষ হয়েছে। এদিনের এই শোভাযাত্রার মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে।
এই প্রসঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, আসানসোল জেলা বিজেপির তরফ থেকে স্বাধীনতা সংগ্রামী তথা ভারতরত্ন নেতাজীর ১২৫ তম জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, দিল্লিতে নেতাজীর মূর্তি স্থাপন করা হবে। আগামী দিনে সেই মূর্তি আমরা দিল্লির বুকে দেখতে পারবো। আজ নেতাজীকে সম্মান জানাতেই আসানসোল জেলা বিজেপি এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এখানে উপস্থিত প্রত্যেকে মাস্ক পড়েছে। করোনা বিধি অনুযায়ী, আজ আমরা ৫০ জনের কম ব্যাক্তিদের নিয়েই এই অনুষ্ঠান করছি। প্রত্যেকে করোনা প্রটোকল মেনে চলছে।
No comments:
Post a Comment