রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : আজ ২৩ শে জানুয়ারি। আজকের দিনেই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন ভারতের বীর মুক্তিযোদ্ধা নেতাজী সুভাষচন্দ্র বসু। এবছর নেতাজীর জন্মবার্ষিকী ১২৫ তম বর্ষে পদার্পণ করলো। সারা দেশের পাশাপাশি সারা রাজ্য জুড়ে আজকের দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে।
আর তারই অঙ্গ হিসাবে ভারতের বীর মুক্তিযোদ্ধা নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালিত হলো পশ্চিম বর্ধমানের আসানসোলে। এদিন আসানসোলে অবস্থিত নিউ হিলভিউ হসপিটালের উদ্যোগে এক অভিনব কর্মসূচির মাধ্যমে পালিত হয় নেজাজীর জন্মজয়ন্তী। নেতাজীর জন্মবার্ষিকীতে নিউ হিলভিউ হসপিটালের উদ্যোগে আসানসোলে বিনামূল্যে মেডিক্যাল চেকআপ ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই হসপিটালে সম্পূর্ণ বিনামূল্যে - বোন ডেনসিটি মিসুরিং (BMD), সুগার স্পট টেস্ট, ইউরিক অ্যাসিড স্পট টেস্ট, অক্সিজেন সাটুরেশন, ব্লাড প্রেসার চেক, ফুট নার্ভ ম্যাপিং টেস্ট, ফিজিওথেরাপি ও অর্থ চেক আপ টেস্ট করা হয়। এদিন প্রায় ২০০ জন ব্যাক্তিকে এই সমস্ত টেস্ট গুলি করা হয়। পাশাপাশি এই হসপিটালের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে প্রায় ৫০ জনের অধিক রক্তদাতা স্বেচ্ছায় নিজেদের রক্তদান করেন।
এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে এই হসপিটালের অন্যতম চিকিৎসক ডাঃ নির্ঝর মাঝি জানান, নেতাজীর জন্মদিন বাঙালির কাছে একটা বড়ো দিন। আমরা ছোট থেকেই মায়ের কাছে শুনে আসছি নেতাজীর মতো হও, তার আদর্শকে মেনে চলো। তাই নেতাজীর জন্মদিন পালন একটা মনের মধ্যে ছিল। আমরা আগের বছর থেকেই এই ক্যাম্পটি শুরু করেছি। এখানে ক্যাম্পের মাধ্যমে আমরা সম্পূর্ণ বিনামূল্যে মেডিক্যাল চেকআপ করাচ্ছি। যাদের প্রয়োজন হচ্ছে তাদের ওষুধও দেওয়া হচ্ছে বিনামূল্যে। আমরা এখানে ডায়েট চার্টও বানিয়ে দিচ্ছি রোগীদের। এছাড়াও আজ একটি রক্তদান কর্মসূচি রয়েছে। এই ভাবেই আমরা আজকে নেতাজীর জন্মদিন পালন করছি।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের বিদায়ী পুরো প্রশাসক অমরনাথ চ্যাটার্জী। এছাড়াও উপস্থিত ছিলেন মৌমিতা মাঝি সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে অমরনাথ চ্যাটার্জী জানান, আজ নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষে এই হসপিটাল যে বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান শিবিরের আয়োজন করেছে তার জন্য আমি ডাঃ নির্ঝর মাঝি ও গৌতম পাল কে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। এই ক্যাম্পের মাধ্যমে আসানসোলের অনেক সাধারণ মানুষ উপকৃত হবেন। পাশাপাশি এই কাজের মাধ্যমে নেতাজীর আদর্শ ও বাণী সকলের কাছে পৌঁছে যাবে।
No comments:
Post a Comment