পুলিশ সূত্রে জানা যায় যে রবিবার সকালে পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত খোট্টাডিহি কোলিয়ারি ৬০ নম্বর জাতীয় সড়কের সামনে ঘন কুয়াশা ও বৃষ্টির জেরে মারুতি ভ্যানটি ধাক্কা মারে ডাম্পারের পিছনে খবর পেয়ে পাণ্ডবেশ্বর থানার পুলিশ গিয়ে মারুতি গাড়িতে থাকা আহতদের দূর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করে।বাকি দের আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রথমে ভর্তি করা হয়।পরে তাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।পুলিশের অনুমান কুয়াশা ও বৃষ্টির জেরে এই দুর্ঘটনা।
বীরভূম জেলার সিউড়ির দুবজারপুর ছেলের বিয়ে সেরে মারুতি ভ্যান করে দশ জন এক সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের রূপনারায়ণপুর বিডিও অফিস সংলগ্ন কমকার পাড়ায় নিজের বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময়ই দুর্ঘটনা হয়।এই দুর্ঘটনার ফলে কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারের সদস্যরা এবং রূপনারায়পুর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
No comments:
Post a Comment