জানা গেছে এঘটনার জেরে এদিন সকাল থেকে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখায় ব্যাহত হচ্ছে লোকাল ট্রেন পরিসেবা। জানা গেছে রেলের ওই ব্রেকডাউন ভ্যানটি খারাপ হওয়ার কারণে এদিন হাওড়া স্টেশন থেকে বেরোতে পারেনি কোন লোকাল ট্রেন। ফলে হাওড়া স্টেশনেও প্রবেশ করতে পারেনা একাধিক ডাউন লোকাল ট্রেন। এদিকে সূত্রের খবর এঘটনার পরেই সাঁতরাগাছি স্টেশন থেকে টার্মিনেট করে দেওয়া হয় একাধিক লোকাল ট্রেনকে। এদিকে এঘটনার জেরে এদিন সপ্তাহের ছুটির দিনেও এদিন সকাল থেকে চরম ভোগান্তিতে পরে দক্ষিণ পূর্ব রেলের সাধারণ নিত্য যাত্রীরা।
নিজস্ব প্রতিনিধি, হাওড়া : সাথ সকালেই হাওড়ায় ব্যাহত লোকাল ট্রেন পরিসেবা। চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ লোকাল ট্রেনের নিত্যযাত্রীরা। জানা গেছে রবিবার সকাল ৬ টা থেকে হাওড়া স্টেশনে প্রবেশ করতে পারছেনা কোন ডাউন লোকাল ট্রেন। জানা গেছে ওভার হেডের তার ছিঁড়ে যায়। আর সেই তার মেরামতের জন্য ওই এলাকায় পৌছায় রেলের একটি ব্রেকডাউন ভ্যান। আর সেই সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চলে কাজ। কিন্তু কাজ করার সময় হঠাৎই বিকল হয়ে যায় ওই ব্রেক ডাউন ভ্যানটি। আর তার জেরেই ব্যাহত হয় দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচল।
No comments:
Post a Comment