নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া : আজ ২৩ শে জানুয়ারি। আজকের দিনেই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন ভারতের বীর মুক্তিযোদ্ধা নেতাজী সুভাষচন্দ্র বসু। এবছর নেতাজীর জন্মবার্ষিকী ১২৫ তম বর্ষে পদার্পণ করলো। সারা দেশের পাশাপাশি সারা রাজ্য জুড়ে আজকের দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে।
আর তারই অঙ্গ হিসাবে ভারতের বীর মুক্তিযোদ্ধা নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালিত হলো গ্রামীণ হাওড়ার বাউড়িয়ায়। এদিন উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডের বোউলখালী মোড়ে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিবসের অনুষ্ঠান হয়।
আর এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ হাওড়ার বিশিষ্ট সমাজসেবী ডেভিড রাও। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. ভর, অখিল আদক, শ্যামাপ্রসাদ আদক, স্বপন শীল, জয়ন্ত দাস ও বিলাৎসর চক্রবর্তী সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন প্রথমে বিশিষ্ট সমাজসেবী ডেভিড রাও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর ডেভিড রাও নেতাজীর প্রতিকৃতিতে মাল্লোদান করে ওনাকে শ্রদ্ধা জানান। এরপর উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গগণ একে একে নেতাজীর প্রতিকৃতিতে মাল্লোদান করে শ্রদ্ধা জানান। ডেভিড রাও এদিন উপস্থিত এলাকার পড়ুয়াদের নেতাজীর জীবনের নানান গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করেন।
জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের পর উপস্থিত প্রত্যেককে মিষ্টিমুখ করানো হয়। পাশাপাশি সমাজসেবী ডেভিড রাও এর উদ্যোগে চললো করোনা সচেতনতামূলক প্রচার। এদিন পথ চলতি প্রত্যেকের হাতে ডেভিড রাও তুলে দেন মাস্ক ও স্যানিটাইজার। এদিন পথ চলতি মানুষ ও একালার বাসিন্দাদের মিলিয়ে প্রায় ৭০০ জনের হাতে তুলে দেওয়া হয় মাস্ক ও স্যানিটাইজার। পাশাপাশি পথ চলতি মানুষদের মধ্যে সরকারি নির্দেশ অনুযায়ী করোনা প্রটোকল মেনে চলার আহ্বান জানান সমাজসেবী ডেভিড রাও।
ডেভিড রাও এদিন জানান, প্রত্যেক বছরের মতো এবছর আমরা দেশের বীর মুক্তিযোদ্ধা নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করলাম। পাশাপশি মানুষের মধ্যে করোনা সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার চালনো হলো। এছাড়াও পথ চলতি মানুষের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হলো। তিনি আরো জানান, আজকের পুরো অনুষ্ঠানটি করোনা বিধি মেনেই অনুষ্ঠিত হয়েছে।
No comments:
Post a Comment