Breaking

Friday, February 4, 2022

IND vs WI 2022 : ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই করোনা আক্রান্ত দলের একাধিক সদস্য

প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : রোহিত শর্মার নেতৃত্বে ভারত ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ৬ ফেব্রুয়ারি, রবিবার, ওয়ানডে সিরিজ খেলতে নামবে। কিন্তু এই সিরিজ শুরু করার আগেই বড়ো ধাক্কা ভারতীয় শিবিরে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই করোনা আক্রান্ত দলের একাধিক সদস্য। 

ভারতীয় ক্রিকেট দলের ৫ জন ক্রিকেটার সহ মোট ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়েছেন - শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার ও ঋতুরাজ গায়কোয়াড। এছাড়াও নবদীপ সাইনি করোনা আক্রান্ত হয়েছেন, যিনি দলে রিজার্ভ প্লেয়ার হিসাবে রয়েছেন। অন্যদিকে, আকসার প্যাটেল, যিনি টি-২০ দলের সদস্য, তিনিও করোনা আক্রান্ত হওয়ার কথা জানা যাচ্ছে। এছাড়াও দলের তিনজন সাপোর্ট স্টাফ এর করোনা আক্রান্ত হওয়ার খবর জানা যাচ্ছে। 

আমদাবাদে ভারতীয় দল ওয়ানডে সিরিজ খেলার জন্য পৌঁছায় গত সোমবার। সেখানে দলের প্রত্যেকের করোনা টেস্ট করা হয়। আর তাতে শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার সহ মোট ৮ জনের করোনা টেস্টের রিপোর্ট আসে পজিটিভ। 

করোনা আক্রান্ত হওয়ার ফলে এই ক্রিকেটারদের সিরিজের প্রথম দুটি ম্যাচে না খেলার সম্ভবনা প্রবল। করোনা আক্রান্ত সদস্যরা নিভৃতবাসে রয়েছেন। তবে ভারতীয় দলের রিজার্ভ বেঞ্চে একাধিক ক্রিকেটার রয়েছেন। তাই ভারতীয় দলের সিরিজ চালিয়ে নিয়ে যাওয়া নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই। 

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের দলে যদি কারোর করোনা সংক্রমণ ধরা পড়ে, তাহলে তাদেরও সমস্যায় পড়তে হতে পারে। সেই ক্ষেত্রে এই সিরিজ এর ভবিষ্যৎ নিয়ে সমস্যা তৈরি হতে পারে। 
করোনা সংক্রমণ রুখতে বিসিসিআই এই ওয়ানডে সিরিজ রুদ্ধ দ্বারে করার সিদ্ধান্ত নিয়েছে। সেই মতো গুজরাট ক্রিকেট সংস্থা, রুদ্ধ দ্বারেই এই খেলা গুলি অনুষ্ঠিত করবে। 

শিখর ধাওয়ান ও ঋতুরাজ গায়কোয়াড় দুজনেই করোনা আক্রান্ত। তাই দলের সদস্য হিসাবে যোগদান করেছেন মায়াঙ্ক আগারওয়াল। অন্যদিকে, শিখর ধাওয়ান টুইট মারফত জানিয়েছেন, তিনি এখন সুস্থ রয়েছেন। তাহলে এখন এটাই দেখার, ভারতের চূড়ান্ত একাদশ কী হতে চলেছে? 

No comments:

Post a Comment

Adbox