Breaking

Friday, February 4, 2022

Weather Update : রাত পোহালেই বাগদেবীর আরাধনা, কিন্তু বৃষ্টির চোখ রাঙানি কি মাটি করবে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে?

নিজস্ব প্রতিবেদন, আমার কলম : রাত পোহালেই বাগদেবীর আরাধনায় মেতে উঠবে আট থেকে আশি। শনিবার সারা রাজ্য জুড়ে সমস্ত ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলার বহু ঘরে পূজিত হবেন বিদ্যার দেবী সরস্বতী। 

কিন্তু বাগদেবীর আরাধনায় বাধ সাধতে পারে বৃষ্টি। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার সিকিম ও দার্জিলিং এর বেশ কিছু জায়গায় তুষারপাত হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। 

এছাড়াও গাঙ্গেয় বঙ্গের বহু জেলাতে এবং উত্তরবঙ্গে জেলাগুলোতে বৃষ্টির সম্ভবনা রয়েছে। উত্তরবঙ্গের ডুয়ার্সেও হতে পারে বৃষ্টি। তবে জানা যাচ্ছে, গাঙ্গেয় বঙ্গের বেশকিছু জেলা ছাড়া বাকি জেলা গুলিতে তেমনভাবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। 

গত কয়েক দিনের তাপমাত্রার পারদ বৃদ্ধির জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর এক ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। আর তাই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তের জেরে শুক্রবার থেকে রাজ্যের দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের বেশকিছু জেলাতে বৃষ্টি হতে পারে। 

আর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আজ দক্ষিণবঙ্গের - কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনায় ইতিমধ্যেই বর্ষণ শুরু হয়েছে। একই সঙ্গে বইছে ঝড়ো হাওয়া। 

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সরস্বতী পুজোর পরে তাপমাত্রা কিছুটা নীচে নামলেও তা প্রধানত ১৪°-১৫° কাছাকাছি থাকবে। তাই শীত এখনই বিদায় নিচ্ছে না রাজ্য থেকে। এখনও অপেক্ষা করতে হবে বসন্তের জন্য। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯.৮° সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে প্রায় ৪° বেশি। স্বাভাবিকের চেয়ে সর্বোচ্চ তাপমাত্রা বেশি থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। 

হাওয়া অফিসের কথা অনুযায়ী, শুক্রবার ও শনিবার আকাশে মেঘের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাবে। পাশাপাশি চলবে মাঝারি থেকে হালকা বৃষ্টি। ফলে এই বৃষ্টির পূর্বাভাস এর ফলে মনভার বাংলার ছাত্র ছাত্রীদের। বাগদেবীর আরাধনা বাঙালি তরুন-তরুনীর কাছে বাংলার ভ্যালেন্টাইন্স ডে বলাই চলে। তাই সেই দিন বৃষ্টির জন্য মাটি হতে পারে সমস্ত মজা ও আনন্দ। 

No comments:

Post a Comment

Adbox