প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : আইপিএল - ২০২২ এর মেগা নিলাম অনুষ্ঠিত হতে চলেছে ভারতেই। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে এবারের মেগা নিলাম। ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ ও ১৩ তারিখ হবে এই নিলাম।
এবার আইপিএলের ২০২২ এর এডিশনে দুটি নতুন দল যুক্ত হয়েছে। একটি দল আহমেদাবাদ ও অন্য আর একটি দল হল লখনউ। আহমেদাবাদ দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এছাড়াও এই দলে থাকছেন শুভমান গিল ও রশিদ খান।
আইপিএল এর আর এক নতুন দল হলো লখনউ। এই দলের দায়িত্ব সামলাতে দেখা যাবে কে এল রাহুল কে। এছাড়াও নবাবের শহর লখনউ টিমে থাকছেন রবি বিষ্ণই ও মার্কাস স্টইনিস।
এই দল নিজেদের নাম ঠিক করার আগে, দলের সমর্থকদের কাছে জানতে চেয়েছিলেন যে, দলের নাম কি রাখা হবে। এটা একটা অভিনব পদক্ষেপ ছিল। লখনউ অবশেষে তাদের দলের নাম রাখে " লখনউ সুপার জায়েন্টস"। এই দলের লোগোর মধেও রয়েছে এক নতুনত্ব। ভারতীয় প্রাচীন পুরাণের সাহায্যে তারা তৈরি করেছে তাদের লোগো। লখনউ টীম এর পক্ষ থেকে জানানো হয়েছে, পৌরাণিক পাখি গরুড়ের আদলে তৈরি করা হয়েছে তাদের লোগো। এছাড়াও তার দুটি ডানায় রয়েছে ভারতীয় পতাকার তিনটি রং। গত সোমবার কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার দল তাদের লোগো প্রকাশ করেছেন।
⏩ এবছরের মেগা নিলামে কোন দলের তহবিল কি বলছে দেখে নেওয়া যাক একনজরে -
⏩ আহমেদাবাদের তহবিল -
➡️ আহমেদাবাদের তহবিলে মজুত টাকার পরিমাণ হলো ৫২ কোটি টাকা।
➡️ এই মজুত তহবিল থেকে এই দল মোট ২২ জন প্লেয়ারকে কিনতে পারবে।
➡️ হার্দিক পান্ডিয়ার দল এই মেগা নিলামে মোট ৭ জন বিদেশি ক্রিকেটারদের দলে নিতে পারবেন।
➡️ আগেই ৩ জনকে কিনেছে এই নতুন দল।
⏩ পাঞ্জাব কিংসের তহবিল -
➡️ পাঞ্জাব কিংসের তহবিলে মজুত টাকার পরিমাণ হলো ৭২ কোটি টাকা।
➡️ এই মজুত তহবিল থেকে এই দল মোট ২৩ জন প্লেয়ারকে কিনতে পারবে।
➡️ প্রীতি জিন্টার দল এই মেগা নিলামে মোট ৮ জন বিদেশি ক্রিকেটারদের দলে নিতে পারবেন।
➡️ এই দল ২ জন প্লেয়ারকে রিটেন করে রেখেছে।
⏩ দিল্লি ক্যাপিটালস এর তহবিল -
➡️ দিল্লির তহবিলে মজুত টাকার পরিমাণ হলো ৪৭.৫ কোটি টাকা।
➡️ এই মজুত তহবিল থেকে এই দল মোট ২১ জন প্লেয়ারকে কিনতে পারবে।
➡️ ঋষভ পন্থ এর দল এই মেগা নিলামে মোট ৭ জন বিদেশি ক্রিকেটারদের দলে নিতে পারবেন।
➡️ এই দল ৪ জন প্লেয়ারকে রিটেন করে রেখেছে।
করোনার কারণে এবারের আইপিএল কোথায় অনুষ্ঠিত হবে সেই নিয়ে ছিল অনিশ্চয়তা। সেই সমস্ত অনিশ্চয়তা ও জল্পনার অবসান ঘটিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। সৌরভ জানিয়েছেন, এই আইপিএলের গ্রুপ লীগের ম্যাচ গুলো হবে মহারাষ্ট্রে। নবি মুম্বাই, মুম্বাই এবং পুনেতে অনুষ্ঠিত হবে ম্যাচ গুলি তিনি জানিয়েছেন। বিসিসিআই প্রেসিডেন্ট জানিয়েছেন, প্লে - অফ এর ম্যাচ গুলো কোথায় হবে সেটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
No comments:
Post a Comment