Breaking

Friday, February 4, 2022

মুনমুন মুখার্জীর সমর্থনে নির্বাচনী সভায় রাজ্যের মন্ত্রী মলয় ঘটক

রামকৃষ্ণ চ্যাটার্জী, কুলটি : আসানসোল পৌর নিগমের ১৬ নাম্বর ওয়ার্ডের তৃর্ণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন মুখার্জীর সমর্থনে নির্বাচনী সভায় উপস্থিত হন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিধান উপাধ্যায়। 

একই সাথে উপস্থিত ছিলেন কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিমান আচার্য, তৃণমূল নেতা দুলাল চক্রবর্তী, মোঃ আরমান, ভোলা সিং, মনোজ তেওয়ারী, মহেশ্বর মুখার্জী এবং তৃর্ণমূল প্রার্থী মুনমুন মুখার্জী সহ আরো অনেকে। 

এই কর্মী সভাটি কুলটির চলবলপুরে একটি বেসরকারি পেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়। একইসাথে সরকারি নানান যে উন্নয়ন মূলক প্রকল্প গুলো তুলে ধরা হয় এই সভাতে। তবে এই কর্মীসভা থেকে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিধান উপাধ্যায় ও রাজ্যের মন্ত্রী মলয় ঘটক বার্তা দেন তৃর্ণমূল দলের থেকে যারা বেইমানি করছে, নির্দল প্রার্থীকে সহযোগিতা করছে, তাঁদের নির্বাচনের পর দলের থেকে ব্যবস্থা নেওয়া হবে। 

কারণ দলের থেকে বেইমানি করা চলবেনা।একইসাথে তিনি এও বলেন যে, যারা নির্দল থেকে জয়ী হয়ে তৃণমূল কংগ্রেসে আসতে চাইবে তাঁদেরকে দলে নেওয়া হবে না বলে সাফ জানিয়েদেন। 

No comments:

Post a Comment

Adbox