Breaking

Friday, February 4, 2022

Left Front Candidates (Uluberia) : উলুবেড়িয়া পৌরসভা নির্বাচনের জন্য ঘোষিত হলো বামফ্রন্টের প্রার্থী তালিকা

নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া, আমার কলম : আর কয়েকদিন পরেই আগামী ২৭ শে ফেব্রুয়ারি, অনুষ্ঠিত হতে চলেছে উলুবেরিয়া পুরসভায় নির্বাচন। আর সেই নির্বাচন নিয়ে ইতিমধ্যেই নিজেদের প্রাথী তালিকা প্রকাশ করেছে শাসক বিরোধী দলেরা। 

আর বৃহস্পতিবার উলুবেরিয়ার গরুহাটার দলীয় কার্যালয় থেকে উলুবেরিয়া পৌরসভা নির্বাচনের জন্য নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করলো বামফ্রন্ট। সূত্র মারফত জানা যাচ্ছে, উলুবেরিয়া পৌরসভার জন্য প্রকাশিত বামেদের সেই প্রার্থী তালিকায় রয়েছে একাধিক নতুন মুখ। 

আর সেই নতুন মুখের মধ্যে অনেকেই রেড ভলেন্টিয়ার্স গ্রুপের সক্রিয় সদস্য। রেড ভলেন্টিয়ার্স গ্রুপের সদস্যরা যেভাবে করোনা কালে মানুষকে সবধরনের পরিষেবা দিয়ে গেছে, এবার সেই কাজকে সামনে রেখেই বাজিমাত করতে চাইছে বামেরা। 

সূত্রের খবর অনুযায়ী, উলুবেরিয়া পৌরসভার জন্য বামেদের মনোনীত প্রার্থীদের তালিকা দেখে নেওয়া যাক। 

⏩ ১ নম্বর ওয়ার্ডে বামেদের প্রাথী হচ্ছেন - সেখ আজাদ (সিপিআইএম)। 

⏩ ২ নম্বর ওয়ার্ডে সিপিআইএম এর প্রার্থী - নুরী শাবা। 

⏩ ৩ নম্বর ওয়ার্ডে বামেদের প্রাথী সিপিআইএম এর - সৌমেন চরণ। 

⏩ ৪ নম্বর ওয়ার্ডে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী - রানা মিত্র।

⏩ ৫ নম্বর ওয়ার্ডে সিপিআইএম এর প্রার্থী - সাথী জানা।

⏩ ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী হচ্ছেন সিপিএমের - তারক দাস।

⏩ ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন সিপিএমের - মোহাম্মদ হাকিম।

⏩ ৮ নম্বর ওয়ার্ডে ফরওয়ার্ড ব্লকের প্রতীকে লড়াই করবেন - দেবশ্রী রায়।

⏩ ৯ নম্বর ওয়ার্ডে সিপিএমের প্রার্থী - কাকলী দে। 

⏩ ১০ নম্বর ওয়ার্ডে সিপিএমের হয়ে লড়াই করবেন - জয়িতা সাঁতরা।

⏩ ১১ নম্বর ওয়ার্ডের হয়ে লড়াই করবেন ফরওয়ার্ড ব্লকের - আশীষ পান্ডে।

⏩ ১২ নম্বর ওয়ার্ডে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী - নজরুল ইসলাম মল্লিক।

⏩ ১৩ নম্বর ওয়ার্ডে সিপিএমের প্রার্থী - তনুশ্রী গিরি।

⏩ ১৪ নম্বর ওয়ার্ডে সিপিএমের প্রার্থী - ফিরোজুল হক মুন্সি।

⏩ ১৫ নম্বর ওয়ার্ডের সিপিএমের প্রার্থী - সোহেল আনোয়ার মোল্লা।

⏩ ১৬ নম্বর ওয়ার্ডে সিপিএমের প্রার্থী - জয়তুন্নিসা মোল্লা।

⏩ ১৭ নম্বর ওয়ার্ডে সিপিএমের হয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন - আজাদ মল্লিক।

⏩ ১৮ নম্বর ওয়ার্ডে সিপিএমের প্রার্থী - অসিত গজ।

⏩ ২০ নম্বর ওয়ার্ডে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী - সনত পাখিরা।

⏩ ২১ নম্বর ওয়ার্ডে সিপিএমের প্রার্থী - রমেশ খাড়া।

⏩ ২২ নম্বর ওয়ার্ডে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী - শংকর সাঁতরা। 

⏩ ২৩ নম্বর ওয়ার্ডে সিপিএমের প্রার্থী - রেহানা সুলতানা।

⏩ ২৫ নম্বর ওয়ার্ডে সিপিএমের প্রার্থী - শেখ সফিজুল আলি।

⏩ ২৬ নম্বর ওয়ার্ডে সিপিএমের প্রার্থী - সাদিয়া পারভিন। 

⏩ ২৭ নম্বর ওয়ার্ডে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী - বাপী বেগ। 

⏩ ২৮ নম্বর ওয়ার্ডে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী - তার তাবারক আলিখান। 

⏩ ৩০ নম্বর ওয়ার্ডে সিপিএমের প্রার্থী - বিমল সিংহ।

⏩ ৩১ নম্বর ওয়ার্ডে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী - অনন্ত সাঁতরা।

⏩ ৩২ নম্বর ওয়ার্ডে বামেদের ফরওয়ার্ড ব্লক প্রার্থী - খাজে মোল্লা। 

➡️ পাশাপাশি ১৯, ২৪ ও ২৯ নম্বর ওয়ার্ড গুলিতে বামেদের পক্ষ থেকে প্রার্থী দেবে ফরওয়ার্ড ব্লক বলে সূত্র মারফত জানা যাচ্ছে। 

No comments:

Post a Comment

Adbox