Breaking

Saturday, February 5, 2022

Trinamool Congress Candidates (Uluberia) : উলুবেড়িয়া পৌরসভা নির্বাচনের জন্য ঘোষিত হলো তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা

নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া, আমার কলম : আর কয়েকদিন পরেই আগামী ২৭ শে ফেব্রুয়ারি, অনুষ্ঠিত হতে চলেছে উলুবেড়িয়া পুরসভার নির্বাচন। আর সেই নির্বাচন নিয়ে ইতিমধ্যেই নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। 

রাজ্যের বিভিন্ন পৌরসভার জন্য নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সেই তালিকায় রয়েছে উলুবেরিয়া পৌরসভার নামও। যেখানে পৌরসভার ৩২ টি ওয়ার্ডের জন্য নিজেদের প্রাথী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। যেখানে পুরনোদের পাশাপাশি প্রাধান্য দেওয়া হয়েছে নতুনদেরও। 

(1)
(2)
(3)
সূত্রের খবর অনুযায়ী, উলুবেড়িয়া পৌরসভার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদের তালিকা দেখে নেওয়া যাক। 

⏩ ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী - ফিরোজা বেগম। 

⏩ ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী - জ্যোৎস্না সরকার। 

⏩ ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী - ডঃ সুমন সাপুই। 

⏩ ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী - নির্মল যাদব। 

⏩ ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী - স্বপ্না সেন। 

⏩ ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী - কথা ডেভিড রাও। 

⏩ ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী - হাফিজুর রহমান। 

⏩ ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী - বিনা প্রামাণিক। 

⏩ ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী - রিতা ব্যানার্জী। 

⏩ ১০ নম্বর ওয়ার্ডের প্রার্থী - মৌমিতা দাস দাড়ি। 

⏩ ১১ নম্বর ওয়ার্ডের প্রার্থী - অসিরঞ্জন অধিকারী। 

⏩ ১২ নম্বর ওয়ার্ডের প্রার্থী - মেহবুব রহমান সেখ। 

⏩ ১৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী - সৌমি রায়। 

⏩ ১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী - মহিনুদ্দিন মিদ্দে। 

⏩ ১৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী - সেখ সেলিম। 

⏩ ১৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী - রাখি করণ। 

⏩ ১৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী - মিনাজুর নস্কর। 

⏩ ১৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী ডঃ প্রবীর মান্না। 

⏩ ১৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী - পম্পা ধাড়া। 

⏩ ২০ নম্বর ওয়ার্ডের প্রার্থী - অরুণ দাস। 

⏩ ২১ নম্বর ওয়ার্ডের প্রার্থী - গণেশ চক্রবর্তী। 

⏩ ২২ নম্বর ওয়ার্ডের প্রার্থী - রঘুনাথ দে। 

⏩ ২৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী - তনভি নিজাম মোল্লা। 

⏩ ২৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী - সেখ হাসিবুর রহমান। 

⏩ ২৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী - সঞ্জিদা রহমান। 

⏩ ২৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী - শুক্লা ঘোষ। 

⏩ ২৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী - অভয় দাস। 

⏩ ২৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী - সমিরউদ্দিন মোল্লা। 

⏩ ২৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী - অপর্ণা গাঙ্গুলি। 

⏩ ৩০ নম্বর ওয়ার্ডের প্রার্থী - দীপক দাস। 

⏩ ৩১ নম্বর ওয়ার্ডের প্রার্থী - ইনামুর রহমান। 

⏩ ৩২ নম্বর ওয়ার্ডের প্রার্থী - সেখ আকবর। 


No comments:

Post a Comment

Adbox