যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তিনি জানান, এই ওয়ার্ডের মহিলাদের কোনো সম্মান করে না তৃণমূল। যারা সারদা, নারদার টাকা নিয়ে বসে আছে তাদের কাছে এই কথা শোভা পায় না। এই ওয়ার্ডের মহিলারা নিজেদের পায়ে দাঁড়িয়ে স্বনির্ভর হতে চাইছে, এটা এদের সহ্য হচ্ছে না, এই ওয়ার্ডের মহিলারা লোকের বাড়িতে বাসন মেজে খাবে এটাই এরা চায়। তবে এই ওয়ার্ডের মহিলারা এই অপমানের যোগ্য জবাব দেবে।
তৃণমূল রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু, জিতেন্দ্র তিওয়ারির বক্তব্যের উত্তরে বলেন, এই ওয়ার্ডের মানুষ বিজেপিকে ভোট দেয় না, তাই ভোট পাওয়ার জন্য ওরা টাকা খরচা করবে। আমরা আমাদের প্রার্থীদের কোনো টাকাই দিতে পারেনি খরচা করার জন্য। অন্যদিকে প্রত্যেক বিজেপি প্রার্থীদের ৩ লক্ষ টাকা করে খবর শোনা যাচ্ছে। অনেকে টাকা পাওয়ার জন্য বিজেপি প্রার্থী হচ্ছে। ওরা তৃণমূল সম্বন্ধে এসব কথা বলবে, তাতে আমাদের কিছু এসে যায় না। তৃণমূল মানুষের জন্য কাজ করে যাবে।
No comments:
Post a Comment