Breaking

Saturday, February 5, 2022

VOTE : পুরভোটের প্রচারের সময়সীমার পরিবর্তন

ডেস্ক রিপোর্ট, আমার কলম : পুরভোটের প্রচারের সময়সীমার পরিবর্তন করলো রাজ্য নির্বাচন কমিশন। 

⏩ দেখে নিন পুরভোটের প্রচারের পরিবর্তিত সময়সীমা - 

➡️ পুরভোটের প্রচারের সময়সীমা বাড়িয়ে করা হয়েছে রাত ৯ টা পর্যন্ত। এর আগে সময় ছিল রাত ৮ টা পর্যন্ত। রাজ্য নির্বাচন কমিশন, নির্দেশিকা দিয়ে জানিয়েছে রাত ৯ টার পর থেকে পরের দিন সকাল ৯ টা পর্যন্ত কোনো রাজনৈতিক দল কোনো ধরেনের প্রচার ও কর্মসূচি করতে পারবে না। 

➡️ রাজনৈতিক দলের প্রচার বা কর্মসূচি বন্ধের সময়সীমা ছিল ভোটের ৭২ ঘণ্টা আগে। কিন্তু তাতে বদল এনে ৪৮ ঘণ্টা করা হয়েছে। ভোটের ঠিক ৪৮ ঘণ্টা আগে দলের প্রচার বা কর্মসূচি বন্ধের সময়সীমা করা হয়েছে। 

No comments:

Post a Comment

Adbox