Thursday, February 24, 2022

আগামীকাল আসানসোলের পুর নিগম এর নির্বাচনে জয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : আগামীকাল আসানসোল পুর নিগম নির্বাচনে জয়ী প্রার্থীদের মেয়র সহ ১০৬ জনের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তার আগে আজ বৃহস্পতিবার আসানসোল পৌরনিগমের মেয়র হিসেবে বিধান উপাধ্যায় এবং চেয়ারম্যান হিসেবে অমরনাথ চ্যাটার্জি মনোনয়ন পত্র দাখিল করলেন।
আজ বৃহস্পতিবার আসানসোল পৌরনিগমের কমিশনার নীতিন সিংঘানিয়ার হাতে এই মনোনয়ন পত্র তুলে দেওয়া হয়েছে।আগামী কাল আসানসোল পৌরনিগমের ১০৬ জন নব নির্বাচিত কাউন্সিলারদের শপথ অনুষ্ঠানের পর মেয়র এবং চেয়ারম্যান নির্বাচিত করা হবে। যদিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র ও চেয়ারম্যান পদে বিধান উপাধ্যায় ও অমরনাথ চ্যাটার্জী জয়ী হয়েছেন বলে মনে করা হচ্ছে। 
এই বিষয়ে আসানসোল পুর নিগম কমিশনার নীতিন সিংঘানিয়ার বলেন, আগামী কাল আসানসোল পৌরনিগামের কাউন্সিলরদের ইউথ আগেইন্স সার্মনি আছে এবং কাল তার ফাস্ট মেকিং আছে অ্যানাবল মেয়র ও এনাবল চেয়ারম্যান এর।এই নমিনেশনের সময় সীমা আজ রাত আট টা পর্যন্ত।শুক্রবার রবীন্দ্র ভবনে নিয়ম মেনে মেয়র ও চেয়ারম্যান পদের ঘোষনা হবে ও তাদের শপথ গ্রহণ করান হবে। তবে পুরো অনুষ্ঠানে কোভিড বিধি মেনে করা হবে। ভিড় এড়াতে সাধারন মানুষের জন্য বাইরে বড় স্কিন লাগিয়ে দেখার ব্যবস্থা করা হবে।

বারাবনি বিধায়ক তথা তৃণমূল পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিধান উপাধ্যায় বলেন, পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতির বিধান উপাধ্যায় জানান মেয়র পদের জন্য নমিনেশন ফাইল জমা করেন। চেয়ারম্যানের জন্য অমরনাথ চ্যাটার্জী এবং মেয়র এর জন্য বিধান উপাধ্যায়। এ সময় উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, দেবাশিস সরকার, ডেপুটি মেয়র ওয়াসিমাল হক।
অভিজিৎ ঘটক বলেন, বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়ের বিধান উপাধ্যায় এবং চেয়ারম্যান উজ্জল চাটার্জী। এই দুই জনের আজ নমিনেশন ফাইল করা হয়েছে এবং দুইজন করে প্রপসার সেই ফাইলে সই করেন জমা দেওয়া হয়।আগামী কাল সেই নমিনেশনের ফলা ফল এবং শপথ গ্রহণ হবে। 

এদিন অমরনাথ চ্যাটার্জী বলেন, চেয়ারম্যান পদের জন্য আজ নমিনেশন জমা দিয়ে গেলাম। কাল শপথ গ্রহণ অনুষ্ঠান এর বিভিন্ন পদের জন্য বেছে নেওয়া হবে। 

No comments:

Post a Comment

Adbox