রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : আনিস খানের রহস্য মৃত্যুর প্রতিবাদে আসানসোলের গির্জা মোড়ে মিছিল করা হলো।বৃহস্পতিবার আসানসোল এগেনস্ট ফ্যাসিজ্যামের উদ্যোগে এই মিছিল করা হয়েছে।এদিনের এই মিছিল গির্জা মোড় থেকে শুরু হয়ে কর্পোরেশন মোড় গিয়ে শেষ হয়েছে।এদিনের এই মিছিলের মাধ্যমে আনিস খানের রহস্য মৃত্যুর ঘটনায় অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।এই মিছিলের মাধ্যমে আনিস খানের রহস্য মৃত্যুর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।এদিনের এই মিছিলে আসানসোল এগেনস্ট ফ্যাসিজ্যামের সদস্যরা উপস্থিত ছিলেন।
এই প্রসঙ্গে আসানসোল এগেনস্ট ফ্যাসিজ্যামের সদস্যরা বলেন, আজকের দিনে দ্রব্য মূল্য প্রচুর বৃদ্ধি পেয়েছে। সব দিকে দুর্নীতিতে ভরে গেছে। আর এই সময় কেউ প্রতিবাদ করলে তার প্রাণ কেড়ে নেওয়া হবে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্র আনিস খান কে তাই প্রাণ দিতে হলো। তাকে ছাদ থেকে ফেলে হত্যা করা হলো। আর তাই আমরা এই ঘটনার প্রতিবাদে এই মিছিল সংগঠিত করেছি। তার মৃত্যুর সুবিচার ও দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
No comments:
Post a Comment