রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : আজ শিল্পাঞ্চলের রবীন্দ্রভবনের প্রেক্ষাগৃহে শপথ গ্রহণের মাধ্যমে আসানসোল পুরনিগমের ষষ্ঠ মেয়র বা পুর এলাকার মহা নাগরিক হলেন বিধান উপাধ্যায় ও শাসক দল তৃনমুল কংগ্রেসের পরিচালিত আসানসোল পুরনিগমের তিনি তৃতীয় মেয়র হলেন বিধান উপাধ্যায়।
আসানসোল শিল্পাঞ্চলে এই প্রথম আসানসোল পুর নিগমের ভোটার না হয়েও বিধান উপাধ্যায় আসানসোল পুর নিগম থেকে মেয়র হলেন।
মেয়রের নাম ঘোষণা হতেই শহরের বুকে যেন অকাল উৎসব দেখা গিয়েছিল।আসানসোল নগর নিগমের নতুন মেয়রের নাম ঘোষণা হতেই অকাল উৎসবে মেতেছিল বারাবনি থেকে শুরু করে সালানপুরের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। শুক্রবার সকালে শপথ বাক্য পাঠ করান পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস অরুণ প্রসাদ।
নতুন মেয়র হলেন বিধান উপাধ্যায় এবং ডেপুটি মেয়র হলেন দুইজন অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস অরুন প্রসাদ, অতিরিক্ত জেলা শাসক ডাঃ অভিজিৎ সেভালে, আসানসোল মহকুমা শাসক অভিজ্ঞান পাঞ্জা, আসানসোল পুর নিগমের প্রশাসক নিতিন সিংহানিয়া, রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটক, প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়, দূর্গাপুর পৌরনিগমের মেয়র আনন্দিতা মুখার্জী,জেলা সভাধিপতি সুভদ্রা বাউরি, তৃণমূল রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু, পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী,জামুডিয়া বিধায়ক হরেরাম সিং, ১০৬ জন নব নির্বাচিত কাউন্সিলর সহ আরো প্রশাসনিক কর্মকর্তারা ও নেতা।
প্রসঙ্গত, রাজ্যের চার পুর নিগমের নির্বাচন হয় ১২ ফেব্রুয়ারি আর গননা হয় ১৪ ই ফেব্রুয়ারি যেখানে পশ্চিম বঙ্গের দ্বিতীয় বৃহত্তম পুর নিগম হলো আসানসোল পুর নিগম। আর তৃণমূল কংগ্রেস আসানসোল পুর নিগম ৯১ টি আসন নিয়ে পুর নিগম দখল করে। আসানসোল পুরনিগমের ষষ্ঠ মেয়র বা পুর এলাকার মহা নাগরিক হলেন বিধান উপাধ্যায়।
রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূলের কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এক দল এক ব্যাক্তির কথা বলা হয়। কিন্তু সে সবকিছুই উপেক্ষা হলো আসানসোল পৌর নিগমের নির্বাচনের মেয়র ঘোষণার ক্ষেত্রে।একবারে অপ্রত্যাশিতভাবে আসানসোল পুরনিগমের মেয়র হলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। তিনি আসানসোল পুরনিগমের ষষ্ঠ মেয়র বা পুর এলাকার মহা নাগরিক হতে চলেছেন। শাসক দল তৃনমুল কংগ্রেসের পরিচালিত আসানসোল পুরনিগমের তিনি তৃতীয় মেয়র।
তবে, তিনি আসানসোল পুরনিগম এলাকায় ভোটার নন করেনি ভোটে প্রতিদ্বন্দিতাও।তিনি বারাবনির ভোটার আপাত থাকেন আসানসোলের সৃষ্টি নগরে।জানা গেছে, রাজ্য সরকারের পুর আইনে বলা আছে, যে কেউ পুরনিগম বা পুরসভার কোন প্রশাসনিক পদে বসতে পারেন। সেক্ষেত্রে তাকে সঙ্গে সঙ্গে ভোটার বা কাউন্সিলর হতে হবে না। তবে, ৬ মাসের মধ্যে তাকে কোন ওয়ার্ড থেকে জিতে কাউন্সিল হতে হবে। এই মুহুর্তে বিধান উপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি পদেও রয়েছেন।অন্যদিকে, এই প্রথম বার আসানসোল পুরনিগমে দুজন ডেপুটি মেয়র হচ্ছেন। তারা হলেন অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক। অভিজিৎ ঘটক বর্তমানে পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি। বিদায়ী পুর বোর্ডের তিনি মেয়র পারিষদ ও পুর প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য ছিলেন। আসানসোল পুরনিগমের চারবারের কাউন্সিলর এবার জিতেছেন ৫০ নং ওয়ার্ড থেকে। অপর ডেপুটি মেয়র ওয়াসিমুল হক তিনবারের কাউন্সিলর এবার ২৬ নং ওয়ার্ড থেকে জিতেছেন।এদিকে অমরনাথ চট্টোপাধ্যায়কে পুরনিগমের চেয়ারম্যান করা হয়েছে। এবার তিনি ৪৪ নং ওয়ার্ড থেকে জিতেছেন। তিনি প্রায় এক বছর ধরে আসানসোল পুরনিগমের বিদায়ী পুর প্রশাসক বোর্ডের প্রশাসক বা চেয়ারপার্সন ছিলেন।
এদিন মন্ত্রী মলয় ঘটক বলেন, আজ আসানসোল পৌর নিগমের নতুন মেয়র হিসাবে নির্বাচিত হতে শপথ নিলেন বিধান উপাধ্যায়। আর চেয়ারম্যান হিসাবে শপথ নিলেন তিনি। নতুন চেয়ারম্যান হিসাবে শপথ নিলেন অমরনাথ চট্টোপাধ্যায়। এই দু জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ থেকে আসানসোল পৌর নিগমের নতুন করে পথ চলা শুরু হলো। আরো উন্নততর পরিষেবার চেষ্টা করবে এই পৌর নিগম।
এদিন বিধান উপাধ্যায় বলেন, আজ শপথ গ্রহণ অনুষ্ঠান হলো। এই পৌর নিগম তার অসম্পূর্ণ কাজ গুলিকে সম্পন্ন করবে। আরো উন্নততর পরিষেবা দেবার ব্যাপারে পদক্ষেপ নেবো।
শপথ গ্রহণ অনুষ্ঠানের পর নব নির্বাচিত মেয়র সহ ১০৬ জন কাউন্সিলর আসানসোল পৌর নিগমের উদ্দেশ্যে রওনা দেন, জানা গেছে সেখানেই তাদের প্রথম বোর্ড মিটিং হবে।
No comments:
Post a Comment